Smile Foundation: স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির!কেশিয়াড়ি রবীন্দ্রভবনে মহিলা পুরুষ স্বেচ্ছায় রক্তদান করলেন

Share

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ী:

গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগের রক্তদান শিবির।এইদিন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদাতারা এগিয়ে এলেন,করলেন তাদের স্বেচ্ছায় রক্তদান।পুরুষ মহিলারা এগিয়ে এসেছিলেন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিতে। মোট ৫৬ জন রক্ত দান করেন এই রক্তদান শিবিরে। তার আগে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উদ্যোক্তারা।

রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে প্রতি বছরের মতো এবারও কেশিয়াড়ি রবীন্দ্রভবনে এক রক্তদান শিবিরের অনুষ্ঠিত হলো স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে।এদিনের শিবিরে বেশ কয়েক জন মহিলা সহ মোট ৫৬ জন রক্তদান করেন।এদিনের শিবিরকে সফল করতে এগিয়ে এসেছিলেন ছিলেন রক্তদাতারা।এই উদ্যোগকে সাফল্যের শীর্ষে উন্নীত করতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।এদিনের শিবিরে রক্তদাতাদের ও আয়োজকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. চন্দ্রশেখর হাজরা, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, সহকারী সভাপতি দেবেন হাঁসদা, ‘আমারকার ভাষা আমারকার গর্ব’-এর অন্যতম পরিচালক বিশ্বজিৎ পাল, লোক কবি পরেশ বেরা,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রদীপ মাইতি,ব্রজকিশোর পড়্যা,রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,সাংবাদিক বিশ্বসিন্ধু দে,কেশিয়াড়ি হাইস্কুলের শিক্ষিকা অনিন্দিতা সাহু সহ অন্যান্যরা।সবুজায়নের বার্তা দিতে এদিনে রক্তদাতাদের হাতে উপহার হিসেবে চারা গাছ তুলে দেওয়া হয়।

শিবিরে রক্ত সংগ্রহ করেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ব্লাড ব্যঙ্কের চিকিৎসক ও কর্মীরা।এই শিবিরের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। একই সঙ্গে সিধু কানহু,বীরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in