নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
মা-বাবার সঙ্গে মাটির বাড়ির মেঝেতে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু হল ৯ বছরের শিশু কন্যার।মৃত শিশু কন্যার নাম শেফালী বাগাল।বাড়ি জামবনী থানার অন্তর্গত ছোটরাজ গ্রামে। শুক্রবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে।
ঘটনা ক্রমে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির মেঝেতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুকন্যার ডান হাতে ছোবল মারে একটি বিষধর সাপ।পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর উদ্ধার করে নিয়ে যায় চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে।স্থানান্তর করে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।হাসপাতালে পৌঁছানোর সময় রাস্তায় শুক্রবার ভোরে মৃত্যু হয় শিশু কন্যার।ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দাঁড়িয়ে মৃত শিশু কন্যার মামা লক্ষণ বাগাল বলেন, “বাড়ির মেঝেতে মা বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল।হঠাৎ মাঝরাতে চিৎকার করে উঠে আমার হাতে কিছু কামড় দিয়েছে।তখন বাড়ির চারিদিকে লাইট জেলে দেখে বাড়ির মধ্যে একটি সাপ রয়েছে।কিছুক্ষণ পরেই পেট ব্যথা শুরু হয় এবং মুখ ফুলে যেতে শুরু করে।তখন তার মা-বাবা আমাকে খবর দিলে বাইকে করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঝাড়গ্রামে নিয়ে আসার পথে রাস্তায় মৃত্যু হয়”।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।