তাহলে কি টোটো অটো বন্ধ হয়ে গেল শহরে? কি সিদ্ধান্ত প্রশাসনের,দেখুন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পুজোর দিনে মেদিনীপুর শহরে টোটো চলাচলে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। শহরে যানজট এড়াতে এই সিদ্ধান্ত। নির্দেশিকায় বলা হয়েছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মেদিনীপুর শহরে চলবে না একটিও টোটো। সোমবার এই নিয়ে একটি বিশেষ বৈঠক করে পুলিশ,পৌরসভা ও প্রশাসন। 

ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মেদিনীপুর শহরে চলবে না কোন টোটো, অটো এইরকম সিদ্ধান্ত। নজরদারি থাকবে পুলিশের। মঙ্গলবার থেকে এই নিয়ে মাইকিং করে প্রচার করবে মেদিনীপুর পুরসভা। আগামী বুধবার ১১ ই অক্টোবর থেকে পঞ্চমী পর্যন্ত মেদিনীপুর শহরে চলবে কেবলমাত্র বৈধ টোটো।গ্রাম অঞ্চল থেকে কোন টোটো ঢুকতে দেওয়া হবে না মেদিনীপুর শহরে। পুজোর দিনগুলোতে শহরে ভিড় কমাতে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করতে প্রশাসনের এই সিদ্ধান্ত।।


Share

dnews.in