Spandan Blood Camp: স্পন্দনের উদ্যোগে Blood Donation Camp!রক্ত দান করলেন 70 জন রক্তদাতা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল বেসরকারি নার্সিংহোম স্পন্দন।এদিন এই রক্তদান শিবিরে নার্সিংহোমের ৭০ জন স্টাফ রক্ত দিয়ে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেন।এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন স্পন্দন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ সহ ব্লাড ব্যাংকের বিশিষ্ট কর্তারা।

রক্তদান শিবির স্পন্দনের

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর শহরের প্রথিতযশা নার্সিংহোম “স্পন্দন”।এদিন স্পন্দন ও মেদিনীপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্ত দান করেন।এই রক্তদাতাদের উৎসাহিত করতে এই দিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গি,মেডিকেল কলেজ প্রিন্সিপাল মৌসুমী নন্দী, স্পন্দনের ডিরেক্টর মনোজ পতি,পার্থ মন্ডল,সিএমডি পীযূষ কান্তি পাল,শ্যামল পট্টনায়েক,ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে তন্ময় মোদক সহ অন্যান্যরা। এদিন এই শিবির স্টাফ,ডাক্তার এবং স্পন্দনের সকল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।

উল্লেখ্য,এক দিকে চলছে তীব্র দাবদাহ ও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা অন্যদিকে এই সময়ে লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন সংস্থা,সংগঠনের তরফ থেকে বন্ধ রক্তদান শিবির।যার ফলে মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় রক্তের চাহিদা দেখা দিয়েছে।এই রক্তের সংকটের জন্য অকালে নষ্ট হচ্ছে মুমূর্ষ রোগীর প্রাণ।আর তাই এই রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হল স্পন্দন নার্সিংহোম।

এই বিষয়ে নার্সিংহোম ডাইরেক্টর মনোজ পতি বলেন, “আমাদের কাজই হল মানুষের পাশে দাঁড়ানো।তাই এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন।এটা আমাদের প্রথম বছর। আর এই রক্ত দিতে আমাদের স্টাফের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।আমরা চাই মানবিকতার স্বার্থে আগামী দিনে আরও এই ধরনের ক্যাম্প গড়ে তুলব।


Share

dnews.in