Special Seminar:”যোগ চর্চার মাধ্যমে অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ” সংক্রান্ত বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো পাঁচখুরিতে

Share

নিজস্ব প্রতিনিধি,পাঁচখুরি:

শনিবার পাঁচখুরির ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে একটি এক দিবসীয় জাতীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এই আলোচনার বিষয়বস্তু ছিল “যোগ চর্চার মাধ্যমে অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ”।মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ও কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি সংঘটিত হয়।

এই সভার শুরুতে সমবেত অতিথিদের উপস্থিতিতে ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে মাল্যদান,বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা প্রদীপ প্রজ্বলন,উদ্বোধনী সঙ্গীত পরি বেশনের মধ্য দিয়ে আলোচনা চক্রের সূচনা হয়।এই আলোচনা চক্রে সবাইকে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ ড.মাধব চন্দ্র রথ। প্রারম্ভিক বক্তব্য রাখেন রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড.প্রভাকর সেনগুপ্ত। এদিনের সেমিনারে দুই মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এন আই টি পাটনার অধ্যাপক ড.অরিজিৎ পুতুতুন্ড এবং বেলদা কলেজের শারীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড.রাজর্ষি গায়েন।দুই বক্তায় অডিও ভিসুয়াল পদ্ধতির মাধ্যমে মনোজ্ঞ আলোচনা উপস্থাপন করেন।এরই পাশাপাশি ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এদিনের মঞ্চে ড.সেনগুপ্তর লেখা পুস্তক ‘মহাজন ও দর্শন’প্রকাশিত হয়।

এদিনের শিবিরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মিহির বারিক,সম্পাদক মিঠুন বারিক,সহ-সম্পাদক দীপক মান্না,কো-অর্ডিনেটর শিশির মিশ্র,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।ছিলেন আয়োজক দুই কলেজের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্র-ছাত্রীরা।অনলাইনে ও অফলাইনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এদিনের সেমিনারে অংশ নেয় এবং কয়েকজন ছাত্রছাত্রীদের দ্বারা সেমিনারের বিষয়ের উপরে পেপার প্রেজেন্টেশন,যোগাও প্রাণায়ামের অনুশীলনের মধ্য দিয়ে শরীরকে সুস্থ রাখার বিভিন্ন কৌশল প্রদর্শিত হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপিকা শ্রাবন্তী জানা নন্দী ও অধ্যাপক অজয় দাস।এই আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান কলেজের সম্পাদক মিঠুন বারিক মহাশয়।


Share

dnews.in