Spread Money : টাকা ভর্তি ব্যাগ নিয়ে টাকা ছড়াচ্ছেন অসুস্থ ব্যক্তি! বিরল চিত্র ডেবরাতে

Share

নিজস্ব প্রতিনিধি,ডেবরা :

এবার মেদিনীপুরে চিত্র দেখা গেল,তবে টাকা ছড়ানোর তাও আবার ডেবরাতে। এদিন ডেবরাতে এক ব্যক্তি ব্যাগে করে লক্ষ লক্ষ টাকা এনে ছড়াতে থাকেন স্থানীয়দের মধ্যে।আর সেই টাকা পেতেই হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। যদিও শেষ পর্যন্ত পুলিশ থেকে ওই ব্যক্তিকে এলাকা থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।ওই ব্যক্তির বক্তব্য জীবনে অনেক কিছুই করেছি,এইটুকু শেষ বয়সে করতে চাই।

মদন মাইতি

হঠাৎ করেই জমায়েত।দূর থেকে বোঝা যাচ্ছে না কী হচ্ছে। ভিড় ঠেলে সামনে আসতেই হতবাক, টাকা বিলি হচ্ছে মুড়ি মুড়কির মতো।আর তা নিতে হুড়োহুড়ি ভিড় মানুষের মধ্যে।আর এই খবর এলাকায় ছড়াতেই ওই জায়গায় পা রাখা দায়।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জগতমনি এলাকায়।ওই ব্যক্তির নাম মদন মাইতি তিনি পাশের এলাকার থাকেন। তিনি ব্যাগে করে লক্ষ লক্ষ টাকা নিয়ে এসে একটি খাতা পেনে নাম লিখে লিখে দুঃস্থ মানুষদের মধ্যে টাকা বিলি করছেন। যদিও প্রত্যেককে দেখে দেখেই তিনি টাকা দিচ্ছেন।কাওকে ৫০০ টাকা কাউকে বা হাজার টাকা।যদিও তিনি বর্তমানে শারিরীক ভাবে অসুস্থ।তার পরেও টাকার ব্যাগ নিয়ে একাকায় এলাকায় ঘুরে দুঃস্থ লোকদের টাকা বিলোচ্ছেন।শুক্রবার সকাল থেকে এলাকায় এই টাকা দেওয়া হচ্ছে শুনে বেলা বাড়তেই লোকের ভিড় শুরু।যদিও তিনি যাচাই করে টাকা দিচ্ছেন দুঃস্থদের।

তবে মদন মাইতির মতে জীবনের যে কদিন বেঁচে তিনি থাকবেন এই ভাবেই এলাকায় এলাকায় ঘুরে টাকা বিলি করবেন। যদিও আগের বারে টাকা বিলি কে কেন্দ্র করে অশান্তি বেঁধেছে স্ত্রী এবং পুত্রের সাথে। আজকেও লুকিয়ে লুকিয়ে এসেছি আমি চাইনা আর কোন অশান্তি হোক।এরপরই পুলিশের কাছে খবর গেলে তাকে এলাকা থেকে চলে যেতে বলা হয়।এর কারন টাকা নিয়ে যদি কোনো বড় অঘটন ঘটে তার দায় কে নেবে? উল্লেখ্য এর আগেও ডেবরা বাজারে এক লক্ষরও বেশী টাকা তিনি বিলি করেছেন।


Share

dnews.in