নিজস্ব প্রতিনিধি,গোলাপীচক:
লরির ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্র।প্রতিবাদে ঘাতক লরিতে ভাঙচুর ও পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।ঘটনাটি ঘটেছে গুড়গুড়িপাল থানার অন্তর্গত গোলাপী চক এলাকায়। যদিও এ ঘটনার পর দৌড়ে আসে স্থানীয় পুলিশ প্রশাসন।তারা এলাকার মানুষের দাবি মেনে তাদের শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ,একদিকে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে,তারই মধ্যে সেই রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে অসংখ্য লরি।ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় বাড়ির কাছে FCI এর মালবাহী একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় দেবাশীষ চ্যাটার্জী (১৪) নামে নবম শ্রেণীর এক ছাত্র।এই ঘটনার পরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক লরিতে ভাঙচুর চালায়।ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষেরা।এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালী থানা ও গুড়গুড়িপাল থানার পুলিশ। স্থানীয়দের দাবি রাস্তা তৈরীর কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই রাস্তা দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখতে হবে।