Student Strike:নেট,নিট পরীক্ষায় দুর্নীতির প্রতি বাদে গোটা দেশজুড়ে SFI এর ছাত্র ধর্মঘট!স্কুল কলেজের গেটে গেটে পিকেটিং

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

নেট,নিট সহ বিভিন্ন পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই।এদিন তারা ডেকেছিল ছাত্র ধর্মঘটের।সেই ধর্মঘটের প্রেক্ষিতে স্কুল কলেজ গুলিতে পিকেটিং শুরু করল সকাল থেকে।যদিও শেষ পর্যন্ত তাদের ধর্মঘট ১০০% সফল হয় বলে দাবি তাদের।

ছাত্রদের স্বার্থে ছাত্র ধর্মঘট গোটা দেশজুড়ে।নেট, নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে গোটা দেশজুড়ে আজ এসএফআইয়ের ডাকে ছাত্র ধর্মঘট পালন করা হয়।মেদিনীপুর শহরে রাঙ্গামাটি কিরণময়ী হাই স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে এসএফআই কর্মী সমর্থকরা ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন।সাড়ে নটা থেকে পিকেটিং শুরু করেন স্কুলের গেটে, ফলে দীর্ঘক্ষণ ছাত্র-ছাত্রীরা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পরে শেষে ছাত্র-ছাত্রীরা এক রকম জোর করে পিকেটিং সরিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ে।ছাত্রছাত্রীরা স্কুল করতে চায় তাই SFI এর পিকেটিং সরিয়ে স্কুলে ঢুকে।অন্যদিকে কেডি কলেজ,মেদিনীপুরে পুর কলেজ সহ বিভিন্ন কলেজে গেটের সামনে পিকেটিং করতে দেখা যায় এদিন তাদের।

SFI এর রাজ্য কমিটির সদস্য বিলাল মিত জানান, “গোটা দেশজুড়ে এদিন ছাত্র ধর্মঘট পালন করা হচ্ছে।তারা ছাত্র-ছাত্রীদের বোঝাতে সক্ষম হয়েছেন কেন তাদের এই ধর্মঘট।একটা স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে দেশে ভবিষ্যৎ সুরক্ষিত হোক,সেটাই চাইছেন SFI কর্মী সমর্থক ও নেতৃত্বরা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in