নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
“পয়সা পুলিশ এবং পেশী শক্তি দিয়ে উপনির্বাচনে জিতেছে তৃণমূল”পরাজিত হয়ে মন্তব্য বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের।তিনি এও বলেন আমাদের এখন সদস্যতা অভিযান চলছে।আমরা সদস্য সংগ্রহ করে 2026 সালের বিধানসভা জিতে এই দুর্নীতি পরায়ন তৃণমূল দলকে ফেলে বিজেপি সরকার গঠন করব।
অবশেষে ১০ দিনের মাথায় মেদিনীপুর উপনির্বাচনের ফলাফল ঘোষণা হল শনিবার। নির্দিষ্ট সময় অনুসারে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনার কাজ প্রথমে ব্যালটের ঘটনা শেষ হয় এরপর শুরু হয় ইভিএম গণনার কাজ।মেদিনীপুরের বিধানসভার উপনির্বাচনে এবারের লড়াইটা হয়েছে বিজেপি বনাম তৃণমূল।একদিকে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। যদিও অন্যদিকে বাম প্রার্থী মণিকুন্তল রায় এবং কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ রীতিমতো প্রচার চালিয়ে গেছেন জোর কদমে।এদিন ইভিএম খুললে দেখা যায় প্রথম থেকেই তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তার ভোটের মার্জিন এগিয়ে রেখেছিলেন।যত বেলা বাড়ে তত ভোটের ব্যবধান সৃষ্টি হয়।যদিও শেষ পর্যন্ত এই ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। মোট 33 হাজার 190 ভোটে তিনি পরাজিত।
তবে এই হার স্বীকার করে নিয়ে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় বলেন,”এই নির্বাচনে পুরো পুলিশ তন্ত্র কায়েম করে করা হয়েছে।ভোটের আগেই বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব এবং এজেন্টদের তুলে নিয়ে গেছে কেস দিয়ে।যার ফলে আমরা উপনির্বাচনে হেরে গেছি।তিনি এও বলেন আমরা হেরে গেছি পয়সা,পুলিশ এবং পেশি শক্তির কাছে।তবে তিনি বিধানসভার গ্রাম এবং শহরের মানুষকে রীতিমতো ধন্যবাদ জানান বিজেপিকে একাশি হাজার ভোট দেওয়ার জন্য। তিনি আগামী দিনের লক্ষ্য নিয়ে বলেন।তবে আমরা 2026 এর জন্য এগিয়ে যাব এখন আমাদের সদস্যতা অভিযান চলছে।আমরা 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই দুর্নীতি সরকারকে উপড়ে ফেলে আমরা সরকার গঠন করব।
উল্লেখ্য এদিন বিজেপি ও তৃণমূলের পাশাপাশি কংগ্রেস ভোট পেয়েছে 3 হাজার 633 টি অন্যদিকে বাম প্রার্থী মনি কুন্তল রায় পেয়েছেন 11 হাজার 39 টি ভোট।