নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর মির্জা বাজার জোড়া মসজিদ বুথে শাসক দলের পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ তৃণমূল প্রার্থী সুজয় হাজরার।CAPF এর সঙ্গে বচসা প্রার্থীর,তার দাবি CAPF এর জওয়ান মদ্যপ অবস্থায় আছে,অবিলম্বে তার মেডিকেল টেস্ট করানো প্রয়োজন।
এবার কেন্দ্র বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এবং তিনি অভিযোগ করলেন ওই কেন্দ্র বাহিনী জওয়ানের মেডিকেল টেস্টের।ঘটনা ক্রমে জানা যায় এই দিন ভোট পর্বের শেষের দিকে মেদিনীপুর শহরের মির্জা বাজার জোড়া মসজিদের বুথে অভিযোগ পেয়ে ছুটে যান তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।সেখানে তিনি দেখতে পান তার এজেন্টকে নিয়ে সমস্যা হচ্ছে কেন্দ্র বাহিনীর সঙ্গে।এই ঘটনায় তিনি যখন এই কেন্দ্রীয় বাহিনীর (CAPF)কাছে জানতে চান কি কারণে তার এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে তখনই একে অপরের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন।
রীতিমতো একপ্রকার বচসা শুরু হয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল প্রার্থীর।যদিও শেষে এই কেন্দ্র বাহিনীর জওয়ানের বিরুদ্ধে তিনি রীতিমতো মেডিকেল টেস্টের দাবি করেন।তার অভিযোগ ওই জওয়ান মদ্যপ অবস্থায় রয়েছে,তাই অবিলম্বে তার মেডিকেল টেস্ট করানো জরুরী।যার জেরে শেষের দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। যদিও অবশেষে মাইকিং করে সংশ্লিষ্ট এলাকা থেকে ভিড় হটিয়ে দেন এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।