Suvendu Adhikari comments:ধৃতিমানের মতো নোংরা ছেলে হয় না, OC IC রা পরকীয়ায় জড়িত!মিছিলের অনুমতি বাতিলে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মহামিছিল বাতিল কিন্তু প্রার্থীকে নিয়ে হেঁটে হেঁটেই প্রচার করলেন শুভেন্দু অধিকারী।তবে প্রচারের আগে তিনি বেনজির আক্রমণ করলেন জেলা পুলিশ সুপার এবং জেলার আইসি ওসিদের বিরুদ্ধে।জেলা পুলিশ সুপারকে অত্যন্ত নোংরা ছেলে বলে কটাক্ষ করলেন এবং আইসি ওসিদের পরকীয়ার সঙ্গে জড়িত,চরিত্র খারাপ বলে বর্ণনা।

জেলার পুলিশ সুপার কে নিয়ে মন্তব্য বিরোধী দলনেতার

এবার মেদিনীপুরে মহামিছিল বাতিল নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মেদিনীপুরের আই সি,ওসিদের নিয়ে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।পুলিশ সুপার ধৃতিমান সরকার কে নোংরা ছেলে বলার পাশাপাশি তিনি জেলার আই সি ওসিদের পরকীয়ায় সঙ্গে জড়িত বলে অভিযোগ করলেন।প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুরের উপ-নির্বাচন রয়েছে আগামী 13 ই নভেম্বর।আর পাঁচটা বিধানসভার পাশাপাশি মেদিনীপুর বিধানসভার ও এই উপনির্বাচন হবে একই সঙ্গে।এই ভোট নিয়ে ইতিমধ্যে শাসক বিরোধীরা প্রচার জোরকদমে চালিয়ে যাচ্ছে গোটা বিধানসভা জুড়ে।তবে এবার বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে প্রচারে এলেন বিরোধী দলনেতা।তবে তার মহামিছিল নিয়ে জল ঘোলা হলো জেলাতে।বিজেপির অভিযোগ বহু আগে মহামিছিলের আবেদন করার পরও ঠিক তার 24 ঘণ্টা আগে সেই মহা মিছিল বাতিল করে জেলা পুলিশ।আর যা নিয়ে অশান্তি ছড়িয়েছে জেলাতে।যদি এই দিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী জেলাতে ছুটে আসেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।তবে তিনি মিছিল করার আগেই এক প্রস্থ সাংবাদিক বৈঠক করেন।আর সেই বৈঠকে ক্ষোভ উগরে দেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও জেলার আই সি ওসি দের বিরুদ্ধে।

তিনি জেলা পুলিশ সুপারকে নিয়ে বলেন,”এখানকার পুলিশ সুপার একজন অতি নোংরা ছেলে।এই পুলিশ সুপার শুধুমাত্র গরু পাচার করে তা নয়, এক একটি গরু পাচারের টাকা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ডায়মন্ড হারবারে পৌঁছে দেন।এরই পাশাপাশি বালি খাদানের টাকা পৌঁছে দেন যার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে”।এরপর জেলার ওসি আইসিদের নিয়ে মন্তব্য করতে বলেন,”এদের চরিত্র অত্যন্ত খারাপ।এমনকি এরা প্রত্যেকে পরকীয়ার সঙ্গে জড়িত। এখানকার হালি আইপিএস অফিসাররা যারা ভাইপোর দয়ায় পোস্ট পেয়ে গেছে,তারা ভাবল আমাদের নাম্বার বাড়লো।আমাকে আটকে আমার বয়ে গেছে।এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে বলেন আর বেশি দিন নেই আর মাত্র 12-14 মাস হাতে আছে।যেভাবে পূর্ব মেদিনীপুরে উৎখাত করে ফেলে দিয়েছি ঠিক সেভাবে গোটা রাজ্য থেকে উপড়ে ফেলে দেবো 2026 সালে।এখন থেকে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।

মূলত এদিন শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে নিয়ে শহরের রিংরোড বরাবর গোটা এলাকা চষে বেড়ান এবং বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in