নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বসিরহাটের বিজেপি নেত্রী রেখা পাত্র সম্বন্ধে ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যে এবার কটাক্ষ শুভেন্দু অধিকারীর।তিনি মন্তব্য করতে গিয়ে বললেন উনারা ওই ভাষায় কথা বলেন।এটা যদি বসিরহাটের হেরো প্রার্থীকে এই মন্তব্য শুনতে হয় আমরা তো উল্টো বলতে পারব না।তাহলে নন্দীগ্রামের হেরো প্রার্থী কে কি বলবো!
মূলত মেদিনীপুর উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে এদিন প্রচারে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।যদিও শুভেন্দু অধিকারীর মহামিছিল পুলিশ থেকে বন্ধ করা হলেও এদিন হেঁটে হেঁটে তিনি প্রার্থীকে নিয়েই প্রচার করেন শহর ও বিধানসভা জুড়ে। তবে প্রচারের আগে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এইদিন প্রথম থেকে শুভেন্দু চাঁছাছোলা ভাষায় উত্তর দেন।এদিন রেখা পাত্র নিয়ে ফিরহাদের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন একজন আদিবাসী অনগ্রসর মহিলা সম্পর্কে এই ধরনের মন্তব্য করা ওদের স্বভাব।এটা যদি অন্য রাজ্যে হতো তাহলে আজকে দড়ি দিয়ে বেঁধে ঢুকিয়ে দিত পুলিশ। কিন্তু এখানে তা সম্ভব নয়।এই ঘটনায় রাজ্যের মহিলারা দেখুক যে যাদেরকে ওরা জিতিয়েছেন তারা কি ধরনের মানুষ।আমরা বিভিন্ন জায়গায় মামলা করেছি,আইনি লড়াই লড়ছি,অভিযোগ হয়েছে।মহিলা কমিশন বিষয়টি দেখছেন আগামী দিনে আমরা কোর্টের দ্বারস্থ হব।
তবে যদি বসিরহাটের রেখা পাত্র হেরে গিয়ে হেরোকে এই মন্তব্য শুনতে হয় তবে নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে কি একই মন্তব্য শুনতে হবে না?তবে আমরা এই মন্তব্য করিনা।কার্যত এইদিন ঘুরে ফিরে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা।পাশাপাশি এই দিন ফিরহাদ হাকিমের শাস্তি হওয়ার জন্য বিভিন্নভাবে দাবি করেন। সেই সঙ্গে বিগত দিনে তার বিভিন্ন কার্যাবলী কর্মসূচি এবং সনাতনীদের উপর আক্রমণের ঘটনাও তুলে ধরেন এই দিন।
প্রসঙ্গত উল্লেখ্য,শুভেন্দু অধিকারীর মহা মিছিল নিয়ে যদিও ব্যাপক জল ঘোলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জুড়ে। কারণ প্রথমে মহা মিছিলের অনুমতি দিলেও পরে পুলিশ থেকে মহা মিছিল রদ করা হয়।যা নিয়েই বিজেপির মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এ দিন।