Suvendu Adhikari Sava :কালীঘাটের কাকুর স্বর বেরোতেই পাল্টা মামলা!শুভেন্দুর দাবি ‘Game Is Over ‘

Share

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:

প্রতিবছরের ন্যায় এ বছরও গড়বেতার ছোট আঙারিয়ার শহীদদের শ্রদ্ধা জানাতে গড়বেতায় দৌড়ে এসেছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।তিনি শহীদদের সম্মান জানানোর পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান।এরই সঙ্গে মঞ্চ থেকে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন এবং মঞ্চ নেমে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকু নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন।

ছোট আঙারিয়া দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গড়বেতায় দৌড়ে এলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।এই দিন তিনি শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।তার সঙ্গে এই শহীদদের শ্রদ্ধা জানান একে একে বিজেপির নেতাকর্মীরা। উল্লেখ্য ছোট আঙারিয়া গণহত্যায় যারা নিহত হয়েছিলেন তারা হলেন মুক্তার খাঁ,রবিয়াল ভাঙ্গি,হায়দার মন্ডল,জয়ন্ত পাত্র,মুক্ত পাত্র।শ্রদ্ধা জানানোর পরই তিনি স্বভাব সিদ্ধ ভাষায় তৎকালীন সময়ের রাজ্যে পরিচালিত সিপিএম সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন,তোপ দাগেন তৃণমূল নেতাদের প্রতি। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এই দিন সাংবাদিকরা কালীঘাটের কাকু কে SSKM এ রাখা নিয়ে প্রধান বিচার পতির প্রশ্ন নিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুভেন্দু বাবু বলেন এই বিষয়টা নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে কোর্ট মনিটরিং তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। মণিময় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন এই মমতা ব্যানার্জি এসএসকেএম এ চার ঘন্টা ছিলেন।তিনি কি চিকিৎসা হয়েছে সেটা জানি না কিন্তু তিনি বালু মল্লিকের সঙ্গে ইন্টারনেটে কথা বলেছেন বলে শুনেছি।

এরই সঙ্গে তিনি অভিযোগ করেন এই যে সুজয় কৃষ্ণ কে যাতে আর বের করানো না যায় এটা পুরো মমতা ব্যানার্জির চক্রান্ত, তাই বলবো একে তাকে ধরে লাভ নেই। তিনি বলেন স্পাইন লেসের মত কিছু মণিময় ডাক্তার রয়েছে SSKM এ যারা এই অধঃপতনের জন্য দায়ী। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু কোরাপ্টেড আইএস অফিসার। তিনি একটু বাড়িয়ে এও বলেন এই গোটা ব্যবস্থার জন্যই খোদ দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এর সলিউশন তিনি বার করে বলেন এর সলিউশন হচ্ছে একটাই,যেটা নন্দীগ্রামে আমি এবং আমার নন্দীগ্রামের মানুষ করে দেখিয়েছি। যে কাজটা গোটা রাজ্যের মানুষের সঙ্গে আপনাদের কেউ করতে হবে। কালীঘাটের কাকুর স্বর বেরোতে আবার পাল্টা মামলা প্রসঙ্গে শুভেন্দু বাবু কে প্রশ্ন করা হলে তিনি এক বাক্যে বলেন “চ্যাপটার ক্লোজ” গেম ইজ ওভার। আর বেশি অপেক্ষা করতে হবে না। এরপর কালীঘাটের কাকুর প্রতি দরদ কেন মমতা ব্যানার্জীর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন কালীঘাটের কাকুর গলার স্বরের সঙ্গে মিলে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিসি মমতা ব্যানার্জির কণ্ঠস্বর। উনি ছিলেন পিসির ঘরের লোক সঙ্গে কালেক্টর। এছাড়াও এই কাকু ছিলেন অভিষেক ব্যানার্জির লিপস এন্ড বাউন্ডস কোম্পানির CEO ।

প্রসঙ্গত উল্লেখ্য তৎকালীন বাম আমলে ২০০০ সালের ৪ঠা জানুয়ারি এই ছোট আঙারিয়া ঘটনা ঘটেছিল। অভিযোগ ছিল তৎকালীন তৃণমূলীদের প্রায় এগারো জন তৃণমূলকে খুন করা হয় এবং তাতে অভিযুক্ত ছিল বাম নেতারা।বিশেষ করে তৎকালীন সময়ে সিপিআইএম নেতা তপন শুকুরের নাম উঠে আসে।সেই ঘটনার কোর্ট কাছারি এখনো চলছে।যদিও প্রধান সাক্ষী বক্তার মন্ডলের মৃত্যু ঘটেছে আগেই।তবে শুভেন্দু অধিকারী দল বদল করলেও এই এই ৪ ঠা জানুয়ারি তিনি প্রতিবছরই দৌড়ে আসেন গড়বেতার ছোট আঙারিয়ায় এই শহীদদের সম্মান জানাতে। উল্লেখ্য শুভেন্দু অধিকারী দলবদলের পর তাকে ছোট আঙারিয়ায় সভা করতে দেয় না প্রশাসনের জটিলতায়।তাই গত বছরের মতো এবছরও গড়বেতা BDO অফিসের কিছুটা দূরে একটি শহীদ মঞ্চ করে তাতে শ্রদ্ধা জানিয়ে গেলেন এবং সভা করে গেলেন।


Share

dnews.in