নিজস্ব প্রতিনিধি,বুড়ামালা :
সম্প্রতি গাড়ি এক্সিডেন্টে নিহত পাঁচ ফুল চাষির পরিবারকে সমবেদনা এবং ক্ষতিপূরণ দিতে বুড়ামালাতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এখানে তিনি পরিবারের হাতে টাকা তুলে দেওয়ার পরই কটাক্ষ করেন তৃণমূলের এমএলএ এমপি এবং জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে।
প্রসঙ্গত উল্লেখ্য গত তিনদিন আগে ভোর বেলায় একটি পিকআপ ভ্যানে যখন ফুল চাষিরা ফুল লোড করছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে ডেবরার কাছে জাতীয় সড়কে।প্রায় ১০-১২ জন ফুল চাষী ফুল লোড করার সময় পেছন থেকে সিমেন্ট বোঝাই করা একটি লরি এসে ধাক্কা মেরে দেয়। অতর্কিতে এই ধাক্কা মারার ফলে পিক আপ ভ্যান টি পাশে নয়ন জুলির খালে পড়ে যায়।সেই ঘটনায় মৃত্যু হয় ৫ ফুল চাষি সহ এক কর্মীর এবং এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন।এরপর আহতদের প্রথমে খড়গপুর হাসপাতাল পরে মেদিনীপুরে এবং তারপরে বাইরে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে এই দুর্ঘটনায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে দিয়ে যান তৃণমূলের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।এরপরই এদিন এই নিহত পরিবারের হাতে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে দৌড়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আর এই পাঁচ পরিবারকে এক এক করে ৫ লক্ষ টাকা তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কটাক্ষ করেন শাসক দলের বিরুদ্ধে।