খড়গপুর 26 সে এপ্রিল:
খড়গপুরে বিজয় সংকল্পযাত্রা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাষায় কটাক্ষ সকলের বিরোধী দলনেতা।সেই সঙ্গে সন্দেশখালি থেকে RDX উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন অবিলম্বে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানাচ্ছি।
একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নির্বাচনী সভা করছেন অপরদিকে তখন প্রার্থীকে নিয়ে বিজয় সংকল্প যাত্রা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল কে নিয়ে খড়গপুরে বিজয় সংকল্প যাত্রা করেন বিকেল সন্ধ্যা নাগাদ। সেই সভাতে বক্তব্য রাখার পর তিনি যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তখন সন্দেশখালি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি এই উত্তর দেন।এদিন প্রথমে তাকে শাহজাহান প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন খোদ মমতা ব্যানার্জি ৫৪ দিন ধরে শাহাজানকে লুকিয়ে রেখেছিল।এর সঙ্গে তিনি বসিরহাটের পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারের দাবিও করেন।এরপর সন্দেশখালীতে RDX উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন,”যে ইন্টারন্যাশনাল বিস্ফোরক দেশবিরোধী জঙ্গি সংগঠনগুলি ব্যবহার করে সেই অস্ত্রশস্ত্র পাওয়া গেছে সন্দেশখালিতে।অবিলম্বে এক্ষেত্রে তৃণমূলকে ব্যান করা উচিত সঙ্গে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার দাবি করছি।
তিনি জঙ্গি সংগঠনের উদাহরণ দিয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিমি বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলি কোন তফাৎ নেই যা আজকে প্রমাণ হয়ে গেছে।পাশাপাশি তিনি জেলার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সম্পর্কে বলেন এর আগে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ট্রেলার দেখেছে মানুষ।আজকে সন্দেশখালিতে RDX উদ্ধার সিনেমা দেখলো এ রাজ্যের জনগণ।এরপরে তিনি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন,”এক্ষেত্রে মমতা ব্যানার্জি সোল রেসপন্সেবল আমি বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি,”অবিলম্বে মমতা ব্যানার্জির গ্রেফতার আর তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণা করার”। যদিও এত অস্ত্র রাখার উদ্দেশ্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এর উদ্দেশ্যই হল পঞ্চায়েত,পৌরসভা এবং বিধানসভার সঙ্গে লোকসভা ভোট লুট করা।সেই সঙ্গে আকাশখানি অর্থাৎ মমতা ব্যানার্জিকে খুশি করার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা ভাইপোকে লুটতে সুযোগ করে দেওয়া।
প্রসঙ্গত উল্লেখ্য,এই দিন একাধিক কর্মসূচি নিয়ে ঝাড়গ্রামের পর মেদিনীপুরে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই খড়গপুরে বিজয় সংকল্প যাত্রা করার পর তিনি দাঁতনে চলে যান প্রার্থীকে নিয়ে বিজয় সংকল্প যাত্রায় যোগ দিতে।