Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীকে ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করার দাবি শুভেন্দুর

Share

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:

চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।এদিন তিনি ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে রোড শো করেন।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন। সুপ্রিম কোর্টের রায় মমতা ব্যানার্জির স্বস্তি নিয়ে তিনি বলেন ২০২২ এর ৫ই মে যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল মমতা ব্যানার্জি।সুপ্রিম কোর্টও বলেছে ওকে গ্রেফতার না করে তদন্ত করতে।সিবিআই যেন মমতা ব্যানার্জির স্বাক্ষরটা নিয়ে জমা করে সুপ্রিম কোর্টে,এটা আমরাও চাই।

মূলত ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রনত টুডুর সমর্থনে বুধবার রাতে চন্দ্রকোনা রোডে রোড শো করতে দৌড়ে আসেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে এবং প্রার্থী প্রনত টুডুকে নিয়ে বিশাল বড় মাপের একটি রোড শো করেন।এই রোড শো শেষ করে গাড়ি ওঠার মুখে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিতালী বাগের সভায় মুখ্যমন্ত্রীর এস সি,এস টি মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,মমতা ব্যানার্জী SC/ST দের বলেছে নিম্নবর্ন।মমতা ব্যানার্জীর সাহস হয় কি করে!দেশে রাজা প্রথা অনেকদি আগেই উঠে গেছে।বর্তমানে বাগদি,বাউরি,কুড়মিরা নিম্নবর্ন? তিনি দাবি করেন সব SC,ST,OBC মমতা ব্যানার্জীকে হারাবে। তিনি পাশাপাশি এও বলেন নিম্নবর্ন বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি।দেশে উচ্চবর্ন, নিম্নবর্ন বলে কিছু নেই এখানে একটাই পরিচয় সেটা হল আমরা সবাই ভারতীয়।কিছুটা কটাক্ষের সুরে বলেন,”মমতা ব্যানার্জি তার মুখটা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করুক আগে।কারণ এই ভোটে বাংলার সমস্ত এস সি,এস টি,ওবিসি মমতা ব্যানার্জিকে হারাবে।

পাশাপাশি সচেতন করে বলেন বলেন নিম্ন বর্ণ বলার অধিকার ভারতীয় সংবিধান কাউকে দেয়নি।এরপর মমতা ব্যানার্জিকে তোপ দেগে বলেন,”মমতা ব্যানার্জী কায়দা করে মুসলমানদের ভয় দেখায়,বিজেপিকে হিন্দুর পার্টি বলে আর হিন্দুদের ভাগ করতে চায়।এটা ওনার পলিটিক্স”।আমরা সবাই জোট বেঁধেছি,রাষ্ট্রবাদী মুসলমান,সনাতন,জনজাতি।আমরা সবাই মিলে এবার একসঙ্গে মমতা ব্যানার্জীকে বাই বাই করব।এরপর সুপ্রিম কোর্টের রায় মমতার স্বস্তি নিয়ে শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করা হলে তিনি বলেন,”সুপ্রিম কোর্টের রায়ে মমতা ব্যানার্জীর জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে।মমতা ব্যানার্জি এবার ব্যাগ গুছাক”।তিনি এও বলেন ২০২২ শের ৫ মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরী করেছিল মমতা ব্যানার্জি।সুপ্রিম কোর্ট বলেছে ওকে গ্রেপ্তার না করে তদন্ত করতে,আমরাও এটাই চাই। তিনি জোর গলায় বলেন,”তদন্ত করে মমতা ব্যানার্জির স্বাক্ষরটা CBI যেন জমা করে সুপ্রিম কোর্টে। যার ফলে আগামী ২১ শে জুলাই ডিম ভাত দিবস আছে,তার আগে ১৪ জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানী বাই বাই।

প্রসঙ্গত উল্লেখ্য,এই লোকসভা ভোটের রোড শো তে এসে রীতিমতো শুভেন্দু অধিকারী একের পর এক কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী কে।অন্যদিকে বিভিন্ন সভা মঞ্চ থেকেও শুভেন্দু কে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যার ফলে শাসক বিরোধীদের দ্বৈরথ রাজ্যজুড়ে।


Share

dnews.in