Tanmoy Ghosh Bail: ‘যতদিন বেঁচে থাকব বিজেপি ই করব”জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা তন্ময় ঘোষ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভোটের আগেই ঘাটাল লোকসভার সাংগঠনিক সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ কে পুলিশ গ্রেপ্তার করেছিল।তার নামে দেওয়া হয়েছিল চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার সেইসঙ্গে অন্য একটি মামলা।যেই ঘটনায় চার বার রিমান্ড বাকি দিন জেল মিলিয়ে প্রায় ১৫ দিন জেলে কাটালেন এই বিজেপি নেতা। অবশেষে ভোট ফুরানোর পর জেল থেকে জামিনে ছাড়া পেলেন এই তন্ময় বাবু।জেল থেকে বেরিয়েই শাসকদল এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

জেল থাকা ছাড়া পেলেন তন্ময় ঘোষ

প্রসঙ্গত উল্লেখ্য, ষষ্ঠ দফায় ছিল মেদিনীপুর লোকসভার সঙ্গে ঘাটাল লোকসভার নির্বাচন।এই লোকসভা কেন্দ্রে এবারের লড়াই ছিল তৃণমূলের অভিনেতা দেব বনাম বিজেপির অভিনেতা প্রার্থী হিরন চট্টোপাধ্যায়ের।আর এই হিরন চট্টোপাধ্যায়ের হয়ে কেশপুর ও আনন্দপুর সহ ঘাটালের দায়িত্বে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ।আর এই লোকসভা ভোট শুরু হওয়ার আগেই কেশপুরের সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে।এরপর তাকে চারবার রিমান্ডে নেওয়া হয়।সব মিলিয়ে প্রায় ১৫ দিন তিনি জেলে ও রিমান্ডে থাকেন।এরপর ভোট ফুরিয়েছে।আর ভোট ফুরানোর পরেই জেল থেকে ছাড়া পেলেন এই বিজেপি নেতা।এদিন তাকে সংশোধনাগার থেকে মালা পরিয়ে অভিনন্দন জানান বিজেপি নেতাকর্মীরা।তিনি বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ উগরে দেন শাসকদলের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে।বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন,”কোন কারণ ছাড়াই আমাকে জেলে এবং রিমান্ডে নিয়েছিল এই তৃণমূলের দলদাস পুলিশ।

আসল কারণ হলো কেশপুরে যাতে বিজেপি ভোট না পায় তাই আমাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়।আমার মনে হয় ইভিএম লুট করেছে তারা।এদিন ক্ষোভ ব্যক্ত করে তন্ময় বাবু বলেন,”যতদিন বেঁচে থাকব আমি বিজেপি ই করব,পার্টি আমি ছাড়বো না”


Share

dnews.in