Target Welfare Society:মেধা নির্বাচন পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

ফলাফল বেরালো টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির মেধা নির্বাচন পরীক্ষার।পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫০০০ জন।মোট ২৩ টি সেন্টারে এই মেধা নির্বাচন অনুষ্ঠিত হয়। সংস্থার তরফ থেকে ৯০ শতাংশের ওপর প্রাপক ছাত্র ছাত্রীদের, আর্থিক পুরস্কার,অন্যান্য পুরস্কার সহ শংসাপত্র দেওয়া হবে।

মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেধা নির্বাচন পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হলো মুগবসানে সংস্থার সদর দপ্তরে।এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪৭৩৩ জন।পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া ও হুগলি জেলায় মোট ২৩ টি সেন্টারে মেধা নির্বাচন পরীক্ষা হয়েছিল বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।সংস্থার সম্পাদক সেখ মনিরুল আলম বলেন ৯০ শতাংশের ওপর প্রাপক ছাত্র ছাত্রীদের, আর্থিক পুরস্কার,অন্যান্য পুরস্কার সহ শংসাপত্র দেওয়া হবে।

পাশাপাশি ৫০ শতাংশ থেকে ৮৯ শতাংশ প্রাপক পরীক্ষার্থীদের বিভিন্ন স্তরে ভাগ করে নানা ধরনের পুরস্কার,মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বই, মেডেল, সার্টিফিকেট সহযোগে পুরস্কৃত করা হবে।এদিনও বেশকিছু সফল পরীক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সেখ মনিরুল আলম,পরীক্ষা নিয়ামক সেখ মোহাম্মদ ইমরান, সহ-পরীক্ষা নিয়ামক সাহাঙ্গির চৌধুরী, পিংলাশ স্কুলের শিক্ষক নিরূপ মন্ডল সহ অন্যান্য।


Share

dnews.in