নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর:
গত ৫ ই সেপ্টেম্বর সারা দেশের সাথে গোপীবল্লভপুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পালিত হয়েছে শিক্ষক দিবস।এবার এই শিক্ষক দিবসকে উপলক্ষ্য করে গোপীবল্লভপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তর ও প্রাথমিক শিক্ষক- শিক্ষিকাদের পরিচালনায় সম্মিলিতভাবে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
গোপীবল্লভপুর পশ্চিম চক্রের শিক্ষক দীপক কুমার বাড়ী জানান এদিনের এই শিবিরে সর্বমোট ৪৬ জন শিক্ষক-শিক্ষিকা রক্তদান করলেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা,বিশিষ্ট শিক্ষক স্বপন পাত্র,অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় কুমার দাস, গোপীবল্লভপুর-১ নং ব্লকের বি সি ডব্লিউ অফিসার প্রসেনজিৎ পাল,গোপীবল্লভপুর পশ্চিম চক্রের চারটি অঞ্চলের চারজন পঞ্চায়েত প্রধান,পাঁচকাহানিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যনারায়ণ মিশ্র সহ চক্রের অধীনে থাকা প্রাথমিক বিদ্যালয় গুলোতে কর্মরত শিক্ষক,শিক্ষিকা,শিক্ষাবন্ধু ও সদ্য অবসরপ্রাপ্ত দুজন শিক্ষক।পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় বিজয় কুমার দাস এদিনের এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন।সবুজয়ানের বার্তা দিতে এদিন রক্তদাতাদের ও অতিথিদের হাতে একটি করে মৌসুম্বি লেবুর চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে পশ্চিম চক্রে এবছরের শ্রেষ্ঠ শিক্ষক সম্মানে সম্মানিত করা হয় শিক্ষক দীপক কুমার বাড়ী ও শিক্ষক মলয় পান্ডাকে।
চলতি বছরের এই চক্রের শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান পায়,ভালুকাশোল নিউ প্রাথমিক বিদ্যালয়।এই অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষাদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নেওয়ার কথা বলেন অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় কুমার দাস।পাশাপাশি তিনি বলেন আদর্শ ছাত্র গড়ে তুলতে আদর্শ শিক্ষকের প্রয়োজন।