নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো কুইজ অলিম্পিয়ার্ডের প্রাথমিক পর্ব।সারা রাজ্য জুড়ে আন্তঃবিদ্যলয় এই মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে।এই প্রতিযোগিতায় টেকনো ইন্ডিয়ার ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অংশ নিয়েছিল মেদিনীপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।এই কুইজের মূল উদ্দেশ্যই হচ্ছে ছেলে মেয়েদের জ্ঞানের বিকাশ ও দক্ষতা বৃদ্ধি।
এই বিষয়ে মেদিনীপুর টেকনো ইন্ডিয়া স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ড. মৌপিয়া উইলিয়াম জানান,তাঁরা চান সমস্ত বিদ্যালয়ের ছেলেমেয়েরা আরো এগিয়ে যাক।তাদের সকলের মধ্যে জ্ঞানের আরও বিকাশ ঘটুক।পাশাপাশি তিনি আরও জানান,এই প্রতিযোগিতা দুটি বিভাগে দুটি করে পর্বে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ছিল দুটি বিভাগ।প্রথম বিভাগে অংশ নেয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। দ্বিতীয় বিভাগে অংশ নেয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।প্রতিযোগিতার দুটি বিভাগে মোট ১২ টি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।যোগ দিয়েছিল অলিগঞ্জ ঋষি রাজনারায়ন বালিকা বিদ্যালয়,বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়,নির্মল হৃদয় আশ্রম, রয়েল একাডেমি,ভি এস এন,সারদা বিদ্যামন্দির,টেকনো ইন্ডিয়া,মেদিনীপুর কলেজিয়েট স্কুল,মেদিনীপুর টাউন স্কুল,বিদ্যাসাগর বিদ্যাপীঠ, সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদের মধ্যে ছোটদের বিভাগে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল মেদিনীপুর ও বড়দের বিভাগে প্রথম হয়ে সেমি ফাইনালে উঠেছে রয়েল একাডেমি।এই প্রতিযোগিতার সেমি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে টেকনো ওয়ার্ল্ড শিলিগুড়ি আগামী ২০ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে।যেখানের উপস্থিত থাকবেন বিখ্যাত কুইজ মাস্টার ব্যারি ও ব্রায়েন।আগামী ২ রা ফেব্রুয়ারি কলকাতার ধনধান্য স্টেডিয়ামে এই প্রতিযোগিতার কলকাতায় মেগা ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মেদিনীপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল ড. মৌপিয়া উইলিয়াম।