মেদিনীপুর শহরে সাহেবপুকুর চকে শ্রী শ্রী অবাক চন্ডী মন্দিরের চুরি। মেদিনীপুর শহরে সাহেব পুকুর চকে শীত পড়ার সাথে সাথেই গভীর রাতে কে বা কারা মন্দিরে দরজা ভেঙে চুরি করে নেয়।চুরি হয় ঠাকুরের গয়না ও প্রণামী বাক্স।এরই পাশাপাশি শহরের ভীম চকে একটি সোনার দোকানে তালা ভেঙে চুরি করার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই জায়গায় পৌঁছায় কোতোয়ালি থানা পুলিশ। তদন্ত করে দেখছে ও সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে।