Temple Theft : সাহেবপুকুর চকের চন্ডী মন্দিরের চুরির ভাইরাল CCTV ! তদন্ত করছে কোতোওয়ালি পুলিশ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুর শহরে সাহেবপুকুর চকে শ্রী শ্রী অবাক চন্ডী মন্দিরের চুরি। মেদিনীপুর শহরে সাহেব পুকুর চকে শীত পড়ার সাথে সাথেই গভীর রাতে কে বা কারা মন্দিরে দরজা ভেঙে চুরি করে নেয়।চুরি হয় ঠাকুরের গয়না ও প্রণামী বাক্স।এরই পাশাপাশি শহরের ভীম চকে একটি সোনার দোকানে তালা ভেঙে চুরি করার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই জায়গায় পৌঁছায় কোতোয়ালি থানা পুলিশ। তদন্ত করে দেখছে ও সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে।

প্রসঙ্গত মেদিনীপুর শহর ও জেলায় চুরির ঘটনা প্রায় দিনই ঘটে চলছে।শহরের বিভিন্ন আনাচে-কানাচে সহ জেলার বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা চলছে।সম্প্রতি খড়গপুরে বন্দুক দেখিয়ে চুরির ঘটনা ঘটেছিল।যদিও সেই ঘটনায় ২৪ ঘন্টা কাটার আগেই সিসিটিভি দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়।তবে রাতের এই মন্দির ও দোকান চুরির ঘটনায় CCTV ফুটেজ দেখে দুষ্কৃতী চিহ্নিতকরণের কাজ চলছে।কারণ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে সংশ্লিষ্ট এলাকার মধ্যে।

Share

dnews.in