গড়বেতা ২ নম্বর ব্লকের 130 বছরের হাড়িমারা গ্রামের ঐতিহ্যবাহি দুর্গোৎসব শুরু হলো 130 টি ঘট ডুবিয়ে

Share

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা :

মহাসপ্তমীর পূণ্য লগ্নে গড়বেতা ২ নম্বর ব্লকে হাড়িমারা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহি দুর্গোৎসব শুরু হলো।এই বছর ১৩০ তম বর্ষে এই পুজো।সেই উপলক্ষে হাড়িমারা সার্বজনীন দূর্গা পূজো কমিটি ১৩০ জন মহিলা কে নিয়ে শঙ্খ বাজিয়ে ঢাক কীর্তন বাজিয়ে ১৩০টি ঘট নিয়ে ডুবিয়ে আসে।

এই ১৩০ বছর উপলক্ষে এই বছরের থাকছে বিশেষ আকর্ষণ নর নারায়ণ সেবা,বস্ত্র বিতরণ,রক্ত দান শিবিরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।


Share

dnews.in