নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুরে চলছে এখন পুজোর কার্নিভাল।আর যার জন্য স্তব্ধ হয়েছে শহরের রিং রোড এর অধিকাংশ রাস্তা।একদম কেরানীটোলা থেকে শুরু করে হাসপাতাল রোড,বটতলা,গোল কুঁয়ারচক,কলেজ স্কোয়ার পুরো স্তব্ধ। এমনকি পঞ্চুরচকের শেষ প্রান্ত গার্ডরেল দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন।ফলে
চলাচলে জরুরী পরিষেবার ক্ষেত্রে রোগী ভর্তি অ্যাম্বুলেন্স দিশেহারা।কোন রুটে যাবে কোন রাস্তা দিয়ে গেলে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে রোগীদের ট্রিটমেন্ট করতে পারবে তাই খুঁজে পাচ্ছে না। কারণ পঞ্চুরচকের তিন রাস্তার মোড় থেকে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হবিবপুর সিদ্ধেশ্বরী মন্দিরের রোড হয়ে হাই রোডে।আর এই যানজট যুক্ত এলাকা দিয়ে পেরোতে গিয়েই হয়রানির শিকার ড্রাইভাররা।
ফলে প্রশ্ন উঠছে এই জরুরী পরিষেবা কে কেন গুরুত্ব দিয়ে দেখেনি প্রশাসন অথবা পৌরসভা। উল্লেখ্য গতবারও একই পরিস্থিতির তৈরি হয়েছিল।যার ফলে চরম হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়েছিল রোগীর পরিবার আত্মীয়-স্বজন এবং আক্রান্ত রোগীকে।সেই সঙ্গে হয়রানিতে পড়েছিলাম অ্যাম্বুলেন্স ড্রাইভাররা। একইভাবে এবারেও উপযুক্ত রাস্তা না রেখেই এই কার্নিভালের আয়োজন আর ঘুরে দেওয়া হলো অ্যাম্বুলেন্স গাড়ি ও ড্রাইভারদের। তবে এই ঘটনায় ক্ষুব্ধ গাড়ির ড্রাইভার এবং স্থানীয় মানুষজন।