নয় দফা দাবিতে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে বস্তি উন্নয়ন সমিতির মানুষজন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুর সদর মহকুমার ভূমি ও ভূমিসংস্কার আধিকারিকের কাছে বস্তি উন্নয়ন সমিতির মেদিনীপুর শহর পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে ডেপুটেশন।এইদিন শহরের খাস জমিতে বসবাস কারি মানুষের জমির নিরাপদ সত্ব,বিনা পয়সায় লিজ,পৌর এলাকায় সরকারি খাস জমির তালিকা প্রকাশ,৫১/A ফরম পূরণ করার সুযোগ,পৌর এলাকায় বসবাস কারী মানুষদের রেকর্ড দেওয়া সহ যাবতীয় দাবিতে তারা একটি মিছিল ও করেন এইদিন।

এই ডেপুটেশনও মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের পল্লব সরকার জয়ন্ত মজুমদার,মৃণাল শুর,মন্টু ঘোষ সহ শতাধিক বস্তির মানুষজন। এই দিন তাদের দাবি ছিল মোট ন দফা।


Share

dnews.in