The wife left the Husband:স্বামীর সম্পত্তি নিজের নামে লিখিয়ে চম্পট স্ত্রী!বৃদ্ধ পড়ে রইলেন রেজিস্ট্রি অফিসের বাইরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এক অমানবিকতার দৃশ্য দেখলো মেদিনীপুর।স্বামী কে নিয়ে এসে তার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে স্বামীকে ফেলে পালালেন স্ত্রী।এই ঘটনায় শোরগোল মেদিনীপুর কালেক্টরেট চত্বর জুড়ে।যদিও শেষ পর্যন্ত বৃদ্ধর ঠাই হলো সরকারি হোমে।পরিবারকে ডেকে পাঠালেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোনায়েয়া(kempa Honnaiah)।

এ এক অমানবিকতার নিদর্শন মেদিনীপুরে।স্বামীর সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার পর স্ত্রী ছেড়ে পালালেন বৃদ্ধ স্বামীকে। ঘটনাক্রমে জানা যায় এই দিন চন্দ্রকোনার পিংলাশি গ্রামের বৃদ্ধ বংশী মিদ্দা কে তার স্ত্রী নিয়ে এসেছিলেন জেলা কালেক্টরেটের রেজিস্ট্রি অফিসে।এরপর তার প্রায় কুড়ি ডেসিমেল জমি নিজের নামে করে নেন সাক্ষী নিয়ে এসে।এরপরই তিনি তাকে একটি দোকানের বেঞ্চিতে বসিয়ে রেখে জল এবং বিড়ি প্যাকেট কিনে দিয়ে গাড়িতে করে উধাও হয়ে যান।এইপর এই বৃদ্ধ গোটা কালেক্টরেট চত্বর ঘুরতে থাকেন উদ্ভট ভাবে।অন্যদিকে রেজিস্ট্রির কাজ শেষ করার পর জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকায় রেজিস্ট্রি অফিস খালি করে চলে যায় সকলেই।কয়েকশো মানুষের ভিড়ের শেষে দেখা যায় জমি রেজিস্ট্রি করে দিতে আসা অসহায় বৃদ্ধ একাই বসে রয়েছেন একটি বেঞ্চে।কয়েকজন মহুরী যাওয়ার সময় তাকে বসে থাকার কারণ জিজ্ঞাসা করে বুঝতে পারেন বাড়ির লোক ফেলে চলে গিয়েছে।বুঝতে পারেন তার নামের সম্পত্তি রেজিস্ট্রি করার পর তাকে পরিত্যক্ত করেছে পরিবার।এই ঘটনায় অফিস চত্বরে জল্পনা শুনে অতিরিক্ত জেলা শাসক তাকে উদ্ধার করে পাঠালেন হোমে।পাশাপাশি পরিবারের লোককে ট্রাইবুনালে ডেকে পাঠালেন এই আধিকারিক।এই ঘটনায় বৃদ্ধ কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত তাই নিজের নাম পরিচয় সঠিকভাবে বলতে পারছিলেন না।

এই বিষয়ে অফিসের এক মহুরি অরুণ কুমার পাল বলেন,”আমরা দেখেছি রেজিস্ট্রির জন্য হাজির হয়েছিলেন।বাড়ির দলিল সব ছিল। উনার স্ত্রীর নামে সম্পত্তি রেজিস্ট্রি করার পর তারা ওনাকে ছেড়ে চলে গিয়েছেন।তবে কার নামে দলিল করেছেন বা কি হয়েছে আমরা একবার অফিস থেকে পরীক্ষা করার চেষ্টা করছি।অন্যদিকে রেজিস্ট্রি অফিসের কর্মী অচিন্ত্য খান বলেন রেজিস্ট্রির জন্য এসেছিলেন ওই বৃদ্ধ জানতে পেরেছি। ওনার স্ত্রীর নামে সম্পত্তি রেজিস্ট্রি করেছেন।তারপরে সম্ভবত ওনারা ওনাকে ফেলে চলে গিয়েছেন।”

এই ঘটনায় জল্পনা তৈরি হয় কালেক্টরের চত্বরে। সন্ধ্যা ছটা পর্যন্ত একাকী অসহায় বৃদ্ধকে চুপচাপ বসে থাকতে দেখে বহু লোক জড়ো হয়ে যান।


Share

dnews.in