মেদিনীপুর 20 ই অক্টোবর :
মেদিনীপুর জেলার বিগ বাজেটের এক অন্যতম পূজা মণ্ডপ হলো রাঙ্গামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি।এ বছর ৫৫ বছরে পদার্পণ করল এই পুজো।প্রায় ২০ লক্ষ টাকার খরচা করে এবারের থিম জল সঞ্চয় করুন, গাছপালা বাঁচান।পরিবেশবান্ধব এই থিম দিয়ে মূল উদ্দেশ্য হল জেলা রাজ্য এবং শহরবাসীকে সচেতন করা প্রাকৃতিক পরিবেশ নিয়ে। উদ্দ্যোক্তাদের বক্তব্য যে আমরা প্রতিনিয়ত প্রকৃতির দেওয়া জিনিসপত্র নষ্ট করে চলছি।যেমন একধারে চলছে জলের অপচয় ঠিক তেমনি নির্বিচারে গাছপালা কেটে ধ্বংস করে চলছি ।
এরকম চলতে থাকলে আগামী দিনে না থাকবে গাছপালা,না থাকবে জল। আর অস্তিত্ব হারাবে এই মানব প্রজাতি।তাই জল সঞ্চয় করা এবং জলকে অপচয়ের হাতে কিভাবে রক্ষা করা যায় সেইসব বিষয়গুলি এই মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।এরই সঙ্গে মন্ডপের ভেতরে প্রতিমার সঙ্গে সমুদ্রের ভেতরের অংশটি ও তুলে ধরেছেন উদ্যোক্তারা।তাতে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্রের ভিতরে জলজ জীব জন্তু,মাছ,ডলফিন,কুমির,হাঙর কিভাবে বসবাস করে।কিভাবে আস্তে আস্তে তারা বিলীন হয়ে পড়ছে এবং অস্তিত্ব সংকটের মধ্যে হারাচ্ছে নিজেদের জীবন প্রণালী।এই নিয়েই রাঙ্গামাটি এবারে তাদের থিম গড়ে তুলেছে যা দেখতে ভিড় জমিয়েছে মানুষজন। গত চতুর্থীর দিন উদ্বোধন হয়ে মন্ডপের দরজা খুলে গিয়েছে দর্শনার্থীদের জন্য।