এবার মা কে বিদায় জানানোর পর্ব!রাজাবাজার পুজো কমিটিতে চলল এক প্রস্থ মহিলাদের সিঁদুর খেলা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

উমার বিদায় বেলায় মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা মঙ্গলবার।মূলত দশমীর দিন মায়ের বিদায়ের মধ্যে দিয়ে সমাপ্ত হয় দুর্গা পূজা।তাই দশমী মানেই মন খারাপ।মাকে এবার বিদায় দেবার পালা।মা দুর্গা তার বাপের বাড়ি ছেড়ে পুনরায় পাড়ি দেন কৈলাসে। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের রাজাবাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্য ও এলাকার মহিলারা মাকে বরণ করার পর মায়ের সিঁথিতেও পায়ে সিন্দুর ছুঁইয়ে দেন।তারপরে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠে।

মাকে বিদায়ের মন খারাপের মাঝে সিঁদুর খেলা ও মিষ্টিমুখে বিদায় জানানো হয় মাকে। আবারও একটা বছরের প্রতিক্ষা।এক বছরের জন্য অপেক্ষা করে উমাকে বিদায় জানানো হয় দশমীর দিন। এই দিন সিঁদুর খেলাকে ঘিরে এই পুজো কমিটির সদস্য ও সদস্যদের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা।


Share

dnews.in