Tilottama Kit:বন্যা দুর্গত পড়ুয়াদের ‘তিলোত্তমা কিট’বিলি করল SFI! এই কিটে শিক্ষা সামগ্রী সহ থাকছে স্যানিটারি ন্যাপকিন

Share

নিজস্ব প্রতিনিধি,ডেবরা:

গত কয়েক দিনের ছাড়া জল এবং ডিভিসির ছাড়া জলে এখনো প্লাবিত ডেবরা ও ঘাটাল এলাকা। তবে এখন ধীরে ধীরে জল নামছে এই পশ্চিম মেদিনীপুরের প্লাবিত ঘাটাল ডেবরা পিংলা সবংসহ বিস্তীর্ণ এলাকার।এই বন্যায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে,বহু মানুষ আশ্রয় শিবিরে রয়েছে এবং শিক্ষার্থীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এই বন্যায় তাদের বই ও খাতা নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় পাশে এসে দাঁড়ালো বামেদের ছাত্র সংগঠন SFI

এইদিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সারা রাজ্যের ভয়াবহ বন্যা দুর্গতদের সহায়তায় ‘তিলোত্তমা কিট’ বিলি করা হয়।এই ‘তিলোত্তমা কিটে শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় জিনিস যেমন শুকনো খাবার,ওষুধ ORS এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন রয়েছে।কিটের নাম‘তিলোত্তমা’ রাখার কারণ মূলত তিলোত্তমার বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা নিয়ে এবং মানুষের নিরাপত্তা চাহিদার প্রতীক হিসেবে এই নামকরণ।এইদিন পশ্চিম মেদিনীপুর জেলায়,বন্যা পীড়িত দুটি ব্লক ঘাটাল ও ডেবরা ব্লকে এই তিলোত্তমা কিট ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হলো।ঘাটালের আলুই হাইস্কুল,বাড়নবনী হাইস্কুল ও বাড়ণবনী প্রাথমিক বিদ্যালয় এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ডেবরার ত্রিলোচনপুর কুসুমকুমারী উচ্চ এবং প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইশ্রী প্রাথমিক বিদ্যালয়, হরিনারায়নপুর হাই স্কুল,পারুলডিহি হাই ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় সর্বমোট ১০০০ জন ছাত্রছাত্রীর হাতে ‘তিলোত্তমা কিট’ তুলে দেওয়া হয়। এরই পাশাপাশি আগামী দিনে তাদের লেখাপড়া সহ সমস্ত রকম সমস্যা তাদের পাশের থাকার অঙ্গীকারের বার্তা দেওয়া হয়।সমগ্র কর্মসূচিতে সামিল ছিলেন, সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্যই,জেলা নেতৃত্ব রণিত বেরা,সুকুমার মাজি,সুরজিৎ মাইতি,রবি রাউত, মুর্শেদ মিলন।

এদিনের এই কর্মসূচি থেকে সংগঠনের রাজ্য সভাপতি আগামীদিনে সারা রাজ্যের সমস্ত বন্যা কবলিত এলাকায় ছাত্রছাত্রীদের কাছে এই কিট নিয়ে হাজির হওয়ার বার্তা দিয়েছেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in