TMC Big Flag:70 ফুট বিশাল আকারের তৃণমূল পতাকায় মুড়ে জুনের প্রচারে তৃণমূল যুবর!নেতৃত্বে আবীর আগরওয়াল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

বুধবার মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার করতে ছুটে আসেন অভিনেত্রী জুন মালিয়া।এদিন তিনি প্রথমেই বটতলা কালীমন্দিরে পুজো দেন।তারপরেই তাকে অভ্যার্থনা জানানো হয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।তবে একটু অন্যরকম ভাবে।প্রায় 70 ফুটের তৃণমূল পতাকা দিয়ে এই প্রার্থীকে দিন অভ্যর্থনা জানানো হয়।এই অভ্যর্থনা জানান তৃণমূল শহর যুব সভাপতি আবীর আগরওয়াল সহ তার সঙ্গী সাথীরা।এই বিশাল আকারের পতাকার নিচেই প্রার্থী এবং প্রার্থীর অনুগামীরা প্রচার করতে করতে শহর পরিক্রমা করে।যদিও এই অভ্যর্থনায় খুশি মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া।

প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুর লোকসভার নির্বাচন আগামী 25 শে মে।ইতিমধ্যে শাসক বিরোধী সবাই প্রার্থী তালিকা ঘোষণা করেছে।তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে মেদিনীপুরের বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়ার।যদিও জুন মালিয়ার বিপরীতে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে অগ্নিমিত্রা পল এবং সিপিআই বিপ্লব ভট্ট প্রার্থী হিসেবে। যদিও নাম ঘোষণার পর থেকেই জুন মালিয়া সাতটা বিধানসভার শেষ প্রান্ত এগরা থেকে প্রচার শুরু করেছেন।এরপর তিনি কেশিয়াড়ি, দাঁতন, খড়্গপুর এবং মেদিনীপুরে প্রচার করছেন জোরকদমে।প্রচারের কোন অংশে তিনি খামতি রাখতে চাইছেন না যেমন তিনি প্রচারের মাধ্যমে জনসংযোগ করছেন তেমনি কর্মীদের সঙ্গে টানা বৈঠক করে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই দিন মেদিনীপুরে ঢুকেই বটতলা কালী মন্দিরে পূজো দিয়ে তিনি চলে যান পাটনা বাজার বুড়ো শিব মন্দির।

সেখানে পুজো দেওয়ার পর 14 নম্বর ওয়ার্ড থেকে তিনি মিছিল করে জনসংযোগে অংশ নেন।তার কর্মসূচিতে তৃণমূল যুব সহ সভাপতি আবির আগরওয়াল পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয় বৃহৎ আকৃতির পতাকা মাধ্যম দিয়ে।যদিও এই জনসংযোগে অংশ নিয়েছিল ওয়ার্ডের কাউন্সিলর,পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্ট নেতৃত্ব কর্মী সমর্থকরা।


Share

dnews.in