নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন!ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোর প্রচারে নামার অগ্রিম প্রস্তুতি শুরু হয়ে গেল জঙ্গলমহলে। দলের প্রচার এবং বিরোধীদের অপপ্রচার কে রোধ করতে সোশ্যাল মিডিয়া জুড়ে লড়াই করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের আইটি সেলকে।আইটি সেল এর মনোবল আরো বৃদ্ধি করতে জঙ্গলমহলে এই প্রথম আইটি সেলের “খেলা হবে” টিমের বিশেষ ড্রেস কোড চালু হল ঝাড়গ্রামে।
মূলত বুধবার দুপুরে দেবী পক্ষের আগমনের দিনেই ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় অনুষ্ঠানের মাধ্যমে খেলা হবে টিমের বিশেষ ড্রেস কোডটি উদ্বোধন করা হয়।রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ঘোষের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ড্রেস কোডটির উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলার আইটি সেল ডিস্ট্রিক্ট ইনচার্জ সুদীপ্ত চক্রবর্তী,রেহান আলী ও রাজ্যের সহ-সভাপতি বিভাস মাহাতো সহ ঝাড়গ্রাম শহরও ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের তথা নয়াগ্রাম, গোপীবল্লভপুর ১,গোপীবল্লভপুর ২, সাঁকরাইল, ঝাড়গ্রাম,বিনপুর ১,বিনপুর ২,জামবনি ব্লকের খেলা হবে টিমের প্রায় ৫০ জন সদস্য।উপস্থিত সকলের হাতেই খেলা হবে টিমের জঙ্গলমহলের জন্য বিশেষ ড্রেস কোড তুলে দেওয়া হয়।বিদ্যুৎ ঘোষ বলেন,” ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই আমরা এখন থেকেই প্রস্তুতিতে নেমে পড়লাম।নির্বাচন,দল এবং রাজ্য সরকারের প্রচারে যারা সবসময় দলের পাশে থাকে তাদের জন্য জঙ্গলমহলে বিশেষ ড্রেস তুলে দেওয়া হয়।যাতে তাদের মনোবল বাড়ে এবং দলের প্রচারে আরো আগ্রহী হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফের মুখ্যমন্ত্রী করতে হবে এটাই আমাদের লক্ষ্য”।
এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন,”যারা দলের জন্য দিন-রাত এক করে সোশ্যাল মিডিয়ায় লড়াই করছে এবং বিরোধীদের অপপ্রচার কে যোগ্য জবাব দিচ্ছে তাদের জন্য বিশেষ ড্রেস কোড উদ্বোধন করা হয়েছে।এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।আগামী দিনে আমাদের দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের মনোবল আরো বৃদ্ধি পাবে”। জঙ্গলমহলের তৃণমূল কংগ্রেসের আইটি সেল এর কর্মীদের জন্য বিশেষ ড্রেস কোড চালু হয় অত্যন্ত খুশি আইটি সেল।
অন্যদিকে ঝাড়গ্রাম জেলা আইটি সেল এর ডিস্ট্রিক্ট ইনচার্জ সুদীপ্ত চক্রবর্তী বলেন,”দলের প্রচার থেকে শুরু করে বিরোধীদের কুৎসা এবং অপপ্রচারের যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা দিনরাত এক করে লড়াই করে চলেছি।আমাদের নির্দিষ্ট কোন ড্রেস ছিল না।জঙ্গলমহলে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় লড়াই করার জন্য আমাদের ড্রেস কোড চালু হল।দলের আমরা যে কোন কর্মসূচিতে কাজ করার ক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে বলে আমরা মনে করছি।আমাদের পাশে দাঁড়ানোর জন্য বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ঘোষ কে অসংখ্য ধন্যবাদ জানাই।আর আমাদেরও একটাই লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় নবান্নে পাঠানো”।
Jay bangla
#khelahobe