TMC Michil : শুভেন্দু অধিকারীর ছবিতে ঝাঁট দিয়ে মিছিল তৃণমূলের! কটাক্ষ কেন্দ্রের বিরুদ্ধে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

কয়েকদিন আগে বিধানসভায় বিরোধী দলনেতা এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতবর্ষের জাতীয় সংগীত কে অবমাননা করে এমনটাই অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের,এরই প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।জেলা,পার্টি অফিস থেকে বের হয়ে গান্ধী মূর্তির পাদদেশে এসে বিক্ষোভ দেখায় দলীয় নেতৃত্বরা।

সুজয় হাজরা (তৃণমূল জেলা সভাপতি)

এই মিছিলে এইদিন পা মেলান মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, শ্রীকান্ত মাহাতো, বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী,মৌ রায় সহ এক ঝাঁক নেতাকর্মীরা। সুজয় হাজরা বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী সমাজকে অপবিত্র বলে কলুষিত করেছেন। তাছাড়াও কেন্দ্র সরকার আদিবাসীদের কাছ থেকে জল জঙ্গল জমির অধিকারও কেড়ে নিচ্ছে।এই কেন্দ্র সরকার শ্রমিক, কৃষক, আদিবাসী এবং দলিত বিরোধী দল।উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে দলিত সমাজের ওপর আক্রমণ করা হচ্ছে কেন্দ্রীয় দলের পক্ষ থেকে।দলিত সমাজের মহিলারা ধর্ষিত হচ্ছেন। নির্যাতিত হচ্ছে দলিত এবং আদিবাসী সমাজের মানুষরা। এই সবকিছুর প্রতিবাদে শনিবার এই প্রতিবাদী মিছিল এবং বিক্ষোভ করলেন। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং ১০০দিনের কাজের বকেয়া প্রাপ্য টাকার দাবিতে তাদের এই আন্দোলন চলবে।

এই দিন বিক্ষোভ মঞ্চ থেকে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেন একদিকে তৃণমূল নেত্রী এই বাংলায় সকল মানুষের স্বার্থে কাজ করে চলেছে।অন্যদিকে যেসব বিজেপি শাসিত রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে অথচ সেই সব রাজ্যে অবহেলিত বঞ্চিত এবং নির্যাতিত হচ্ছে দলিতরা।তাছাড়া দেশের এই বিজেপি সরকার কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা যেমন আটকে রেখেছে তেমনি আটকে রেখেছে ১০০ দিনের কাজের টাকাও।ফলে এই গ্রাম বাংলায় শ্রমিক মেহনতী মানুষজন তাদের প্রাপ্য টাকা পাচ্ছে না।এইসব দাবিতেই আমাদের আন্দোলন।


Share

dnews.in