নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেও জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন একটি বড় মাপের মিছিলের আয়োজন করা হয় শহরে।যার নেতৃত্ব দিয়েছিলেন মহিলা নেত্রী মামনি মান্ডি। এই মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে যেখান থেকে স্লোগান তোলা হয়,নারী বিদ্বেষী এই কেন্দ্র সরকারকে পাল্টানোর।এরই সঙ্গে বকেয়া টাকা যেন অতি দ্রুত বাংলাকে ফিরিয়ে দেয় তারও দাবি তোলা হয় এই মিছিল থেকে।
নারী বিরোধী কেন্দ্র সরকার এই অভিযোগ তুলে এবং এর বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেস।গান্ধীজীর প্রয়াণ দিবসের দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস।”চলো পাল্টাই কেন্দ্রের সরকার”এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস যার নেতৃত্ব দেয় মহিলা নেত্রী মামনি মান্ডি।এই মিছিলটি বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের রিং রোড পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়।মিছিল শেষে গান্ধী স্ট্যাচুর কাছে গান্ধীজিকে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে উপস্থিত সকলে।
এই মিছিলে পা মেলান মামনি মান্ডির পাশাপাশি অনিমা সাহা,মৌ রায়,মিতালী ব্যানার্জি,কল্পনা মুখার্জী,সীমা পানিগ্রাহী,সঙ্গীতা ভট্টাচার্য,শ্রাবন্তী মন্ডল সহ অন্যান্য মহিলা তৃণমূল সমর্থকরা।এই মহিলা মিছিলে মহিলাদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস নেতা জেলা সভাপতি সুজয় হাজরা,বিধায়ক দীনেন রায় এবং প্রদ্যুৎ ঘোষ।এই মিছিল থেকে দেশজুড়ে মহিলাদের উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদ করা হয় এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন সকলে।
এ বিষয়ে মহিলা নেত্রী মামনি মান্ডি বলেন আমাদের বকেয়া টাকা আমাদের নেত্রী ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন বহুবার কিন্তু ফিরিয়ে দেয়নি কেন্দ্র সরকার। যার জন্য উন্নয়নের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে।এরই সঙ্গে এই কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিলেও এরা মহিলা বিদ্বেষী।তাই এই সরকারকে বদলানোর অবিলম্বে দরকার আছে।আর তার জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল।