নিজস্ব প্রতিনিধি,গড়বেতা :
রাত ফুরোলেই বড়দিন,তবে তার আগেই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতার গনগনিতে। বড়দিনের আগেই পর্যটকরা ভিড় জমিয়েছেন একেবারে প্রাকৃতিকের সৌন্দর্যে ভরপুর গনগনিতে। আনন্দ প্রেমী বাঙালি ২৫ শে ডিসেম্বরের আগেই দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে।কেউ এসেছেন হাওড়ার বাগনান থেকে কেউ আবার আরামবাগ থেকে।অনেকেই বলছেন বাংলার বুকে সুন্দর প্রাকৃতিক ঐতিহ্য পর্যটক কেন্দ্র রয়েছে তা না আসলে জানতেই পারতাম না।ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ফ্যামিলি সকল শ্রেণীর মানুষ এই জমিয়েছেন ভূগোলের পাতায় সঙ্গে।
তবে এদিন এই গনগনিতে ঘুরতে এসে খুশি পর্যটকেরা। তারা বলল এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য যে আমাদের জেলায় রয়েছে তা সম্পূর্ণই রূপেই আমরা অজানা ছিলাম।বইয়ের পাতায় পড়ে বাস্তবে দেখতে এসেছি।তবে আরও সুন্দর করে গড়ে তোলা যায়।