নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
লোকসভা নির্বাচনে আগে মেদিনীপুরের ভরসা সেই সুজয় হাজরা।নানারকম রব শোনা গেলেও নতুন নির্দেশিকায় মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামের এক্সট্রা করে দায়িত্ব সুজয় হাজরাকে।সুজয় জানালো দলের নির্দেশ মতো কাজ করেছি গত পঞ্চায়েত নির্বাচনে এবং পৌরসভা নির্বাচনে।এবারেও দল যা বলবে তাই করবো।
সাম্প্রতিক মাস কয়েক আগে রব উঠেছিল তৃণমূল জেলা সভাপতির পর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরাকে।শাসক,বিরোধী, পুলিশের পাশাপাশি চা দোকান,পান দোকান তো বটেই খোদ সুজয়ের অনুগামীদের মধ্যে সুজয় হাজরার পদ হারানো নিয়ে নিয়মিত আলোচনা শুরু হয়ে যায়।এরকম ঘটনায় সুজয় হাজরার বাড়ির অফিসে লোকজনের আসা যাওয়ার সংখ্যা কমতে থাকে,লোকজন কমতে থাকে তৃণমূলের জেলা পার্টি অফিস নান্নুর চকে। এহেন ঘটনায় সুজয় হাজরার গলায়ও শোনা গিয়েছিল পদ চলে যাওয়ার কথা।অপরদিকে তৃণমূলের পালটা গোষ্ঠী জুন মালিয়াও সৌমেন খান সহ তৃণমূল জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছিল।কারণ তৃণমূল নেত্রীর মুখে বারংবার একই কথা শোনা গিয়েছিল “সুজয় তুমি জুনের সঙ্গে দ্বন্দ্ব ভুলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও।
এছাড়াও পরবর্তীকালে বিভিন্ন আলোচনা,ঘরোয়া মিটিং এ নেত্রীর মুখে সুজয় কে সাবধান হওয়ার নির্দেশ দিতে দেখা যায়।ফলে একরকম ঘটনায় মুষড়ে পড়া সুজয় হাজরা রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছিল।কিন্তু এইদিনের নতুন নির্দেশিকায় তৃণমূলের জেলা সভাপতি ফের সুজয় হাজরা।এই নতুন নির্দেশিকা আসার পরে রীতিমত উচ্ছ্বাসিত সুজয় হাজারার অনুগামীরা।অন্যদিকে তৃণমূলের জেলা ক’অর্ডিনেটর পদ অবলুপ্ত করা হয়েছে, এরই সঙ্গে ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি আসিস হুদায়িতের সঙ্গে এক্সট্রা করে চেয়ারপার্সন এর দায়িত্ব দেওয়া হয়েছে শংকর দৌলই কে।
সামনেই লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনে শান্ত,শিষ্ট,শিক্ষিত ভদ্র এবং ভিআইপি পরিবহন ছেড়ে স্কুটারে ঘোরা সুজয় হাজরার উপরই ভরসা রাখলো নেত্রী এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।কানঘুষো এও শোনা যাচ্ছে, লোকসভার নির্বাচনে দায়িত্বর পাশাপাশি মেদিনীপুর কেন্দ্রে দাঁড়াতে চলেছে সুজয় হাজরা।ফলে উজ্জীবিত হয়ে উঠছে জেলা তৃণমূল সহ সুজয় হাজরার অনুগামিরা।ইতিমধ্যে এই নির্দেশিকা সমস্ত জেলায় পাঠানো হয়েছে রাজ্য থেকে।পশ্চিম মেদিনীপুর নয় তবে রদবদল করা হয়েছে অনেক জেলার জেলা সভাপতিদের।অন্যদিকে জেলায় পুরানো দায়িত্ব থাকা দিনেন রায় কে পুনরায় চেয়ারপার্সন এ বহাল রাখলো রাজ্য নেতৃত্ব।পুরনো দিনের ঝোলা কাঁধে বওয়া দিনেন রায় কে লোকসভা ভোটে বিশেষ দায়িত্ব।
এদিন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এক সাক্ষাৎকারে বলেন দলের নির্দেশ মতো কাজ করেছি তাই ফলাফল ভালো হয়েছে গত পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে।দলের হয়েই কাজ করতে চাই।দল নতুন করে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার দায়িত্ব দিয়েছে,সেই কাজ যথাযোগ্যভাবে পালন করার চেষ্টা করবো।