নিজস্ব প্রতিনিধি,ডেবরা :
ডেবরার টোল প্লাজার কাছে বুড়ামালাতে সকাল সকাল ঘটলো ভয়ঙ্কর দুর্ঘটনা।আর এই দুর্ঘটনায় নিহত ৬ জন আহত প্রায় চার জন শ্রমিক। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী,খতিয়ে দেখা হচ্ছে কারণ।
সূত্র অনুযায়ী এদিন সকাল-সকাল পিকআপ ভ্যানে মাল লোড করছিল ৬ জন শ্রমিক সহ চারজন। মোট ১০-১২ জন শ্রমিক গাড়িতে মূলত ফুল লোড করে কোলাঘাট নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল ৪০৭ পিকআপ ভ্যান।ঠিক সেই সময়ই হঠাৎ পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝায় লরি সজোরে ধাক্কা মারে এই পিকআপ ভ্যানে।সেই ধাক্কা মারার ফলেই পাশেই খাল নয়নজুলিতে পড়ে যায় পিকআপ ভ্যানটি। এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ জন। এছাড়াও আনতে আনতে রাস্তায় মারা গেছে একজন। এরই পাশাপাশি আহত হয়েছে চারজন শ্রমিক।এই দুর্ঘটনা ঘটার পরে স্থানীয় মানুষজন দৌড়ে আসেন, উদ্ধার করেন তাদের।ঘটনাস্থলে দৌড়ে আসে পুলিশ বাহিনী।কিছু জনকে খড়গপুর হাসপাতালে এবং কিছু জনকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা হয়।যদিও আশঙ্কাজনক অবস্থায় এদের ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন,খতিয়ে দেখা হচ্ছে কারণ।