নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
বর্ণাঢ্য রেলির মাধ্যমে শুভেন্দু অধিকারী কে সম্মান দিয়ে উদ্বোধন হলো কেরানি তোলার উত্তরণের জগদ্ধাত্রী পুজো। এদিন প্রদীপ জ্বালিয়ে এই পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সনাতন হিন্দু ধর্ম সেই সঙ্গে ভারত যে বিশ্বগুরু হতে চলেছে এবং গোটা বিশ্বকে পথ দেখাবে তা নিয়ে বক্তব্য দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে।
মেদিনীপুর শহরে যে কয়েকটি জগদ্ধাত্রী পূজা হয় তার মধ্যে এক ও অন্যতম হলো কেরানিতোলার “উত্তরণের” জগদ্ধাত্রী পুজো।এই পুজো এ বছর দ্বিতীয় বর্ষে পা রাখল।এদিন এই পুজো উদ্বোধনী এসেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি শহর ও জেলার কয়েকটি পূজো উদ্বোধনের পাশাপাশি এই উত্তরণের পূজোর উদ্বোধন করেন।বিরোধী দল নেতাকে কাছে পেয়ে তাকে সম্বর্ধনা জানান এই ক্লাবের সদস্য ও সদস্যাবৃন্দ।বিরোধী দলনেতা শুভেন্দু বাবু জেলার ও শহরের বিভিন্ন দিক দিয়ে পারদর্শী খেলোয়াড়, সমাজসেবী মানুষদের সংবর্ধিত করেন এই দিন মঞ্চ থেকে।এদিন ক্লাবের তরফ থেকে তাকে তরোয়াল এবং পাগড়ী দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বাবু বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের ভুয়সী প্রশংসা করেন সেই সঙ্গে এই থিম বেছে নেওয়ার জন্য যিনি থিম মেকার তাকেও সংবর্ধিত করার পাশাপাশি তাকে কুর্নিশ জানান। তিনি বলেন একসময় অখন্ড ভারত আফগানিস্তান পর্যন্ত ছিল।তারপরেই চন্দ্র অভিযানে ভারতের বিজয় একদিন বিশ্বগুরু হিসেবে পথ দেখাবে গোটা বিশ্বকে।