Vadutola School: ভাদুতলা হাইস্কুলে শিক্ষা-উন্নয়নে তদারকি কমিটির সভা!জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন

Share

নিজস্ব প্রতিনিধি,ভাদুতলা:

ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল (উচ্চতর মাধ্যমিক) এর আয়োজনে শিক্ষা উন্নয়ন তদারকি কমিটির অর্থাৎ Education Development Monitoring Committee র এক সভার আয়োজন করা হয়।2016 সালে প্রথম এই কমিটি গঠিত হয় পার্শ্ববর্তী এলাকার প্রতিটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়,নার্সারি বিদ্যালয়,এসএসকে,এম এস কে এবং জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের নিয়ে এবং ওই গ্রামের জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে প্রতিটি গ্রামে একটি করে কমিটি গঠিত হয়।

পরবর্তী বছরগুলোতে শিক্ষার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এবং অভিভাবক অভিভাবকের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের সার্থক রূপায়ণকল্পে প্রতিনিধিদের সাহায্য নিয়ে এই কমিটি প্রতিটি গ্রামে কাজ করে।তাতে ফলও কিছু পাওয়া যায়।ছাত্রছাত্রী সংখ্যা ক্রমশ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়।এটা সামগ্রিকভাবে অভিভাবক অভিভাবিকা সহ সবার আস্থা জ্ঞাপন করবার একটা সূচক হিসেবে চিহ্নিত হয়।কিন্তু মাঝে অতিমারির পরিস্থিতিতে এর কর্মপ্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়।গত বছর থেকে পুনরায় তা চালু করা হয় এদিন ছিল 5 নং শিরোমনি গ্রাম পঞ্চায়েত এবং 10 নং কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বিদ্যালয়ের সঙ্গে সংলগ্ন যে গ্রামগুলি আছে তাদের পঞ্চায়েত সদস্য -সদস্যা,পঞ্চায়েত সমিতির সদস্য- সদস্যা জেলা পরিষদের সদস্য সদস্যা ও দুটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে নিয়ে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়ে এই সভায় বিদ্যালয়ের অগ্রগতি,বিভিন্ন সমস্যা,সরকারি প্রকল্প রূপায়ণ ও তার কার্যকরী রূপ দেওয়া,শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়,ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীর উন্নতির লক্ষ্যে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়।

উপস্থিত শিক্ষক,শিক্ষিকা,শিক্ষা কর্মীগন পরিচালন সমিতির সদস্য সদস্যদের উপস্থিতিতে প্রতিটি গ্রামে জনপ্রতিনিধির নিয়ে আগামী দিনে সভা করে সামগ্রিক শিক্ষার উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন উন্নয়ন অর্থাৎ পড়াশুনা, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মানোন্নয়ন ঘটিয়ে পরিপূর্ণ সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাই সংকল্পবদ্ধ হন।উপস্থিত ছিলেন শিরোমনি গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুমনি সরেন,উপপ্রধান রঞ্জন কুমার রানা এবং 10 নং কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী মান্ডি এবং উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সদস্যা নিবেদিতা মাইতি সহ সদস্য সদস্যারা।

আগামী দিনে এই বিদ্যালয় ও সংলগ্ন এলাকা শুধু সারা জেলা নয় সারা রাজ্যে এক দৃষ্টান্ত স্থাপন করবে এমন আশা প্রকাশ করা হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in