Vidyasagar University: কলকাতার বুক ফেয়ারে প্রকাশ পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছটি গ্রন্থ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

গত কয়েকদিন কলকাতার SBI অডিটোরিয়ামে ধরে শুরু হয়েছে কলকাতা বুক ফেয়ার,যা চলবে আগামী ৩১ সে জানুয়ারি পর্যন্ত। কলকাতার এই বুক ফেয়ারে রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রকাশনা বিভাগ থেকে ছয়টি গ্রন্থ প্রকাশ পেল। এই গ্রন্থ গুলির মধ্যে একটি ছিল উপাচার্য সুশান্ত চক্রবর্তীর। এরই সঙ্গে এই দিন একটি সেমিনার ও অনুষ্ঠিত হয় এই কলকাতার বুক ফেয়ারে।

কলকাতার SBI অডিটোরিয়ামে শুরু হয়ে বুক ফেয়ার ২০২৪ ।এই বুক ফেয়ারে প্রকাশ পেল পশ্চিম মেদিনীপুরের প্রোথিতযশা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের মোট ৬ টি গ্রন্থ। তথ্য অনুযায়ী জানা যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রকাশনা বিভাগ থেকে ছয়টি গ্রন্থ প্রকাশ পেল।তার মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী মহাশয়ের গ্রন্থ,প্রাক্তন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক লায়েক আলী খানের গ্রন্থ,অশোক পাল মহাশয়ের গ্রন্থ।এছাড়াও আরও দুটি গ্রন্থ একটি সুমহান বন্দ্যোপাধ্যায়ের এবং আরেকটি ইন্দ্রনীল আচার্য্যর।এরই সঙ্গে এইদিন একটি সেমিনার অনুষ্ঠিত হয়।প্রথমে অধ্যাপক স্বপন কুমার প্রামানিক যিনি এখন বর্তমানে এশিয়াটিক সোসাইটির সভাপতি বক্তব্য রাখেন।এইদিন প্রথমে রাজ্য সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

তারপর স্বাগত ভাষণ দেন সুমহান বন্দোপাধ্যায় এবং উদ্বোধনী ভাষণ জানান বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী।এই অনুষ্ঠানে কিশলয় জলসিঞ্চন এর মধ্য দিয়ে উদ্বোধন করেন চক্রবর্তী মহাশয়,ছিলেন আম্বেদকর বি এড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সোমা বন্দোপাধ্যায়,তন্ময় ভট্টাচার্য,রেজিষ্টার জয়ন্ত কিশোর নন্দী,প্রাক্তন উপাচার্য স্বপন কুমার প্রামাণিক,তপন কুমার দে,মনোজ চক্রবর্তী।লেখকরা প্রত্যেকে উপস্থিত ছিলেন।রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিষ্টার জয়ন্ত কিশোর নন্দী।


Share

dnews.in