বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লসের পঞ্চম Biennial Education এক্সিবিশন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

শুধু পড়াতেই সীমাবদ্ধ নয় বরং মেয়েদেরকে হাতে-কলমে শিক্ষায় শিক্ষিত করতে মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লসে(বাংলা স্কুলে) অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী পঞ্চম দ্বিবার্ষিক এডুকেশন এক্সিবিশন।এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল এই স্কুলের প্রায় ৮০০ ছাত্রী। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা মূলত এই প্রদর্শনীতে অংশ নেয়।তারা হাতের তৈরি বিভিন্ন ধরনের কাজ তুলে ধরে তাদের এই প্রদর্শনীতে।তাতে যেমন ছিল মিড ডে মিলের ছবি,তেমনি ছিল ইতিহাসের স্মৃতি বিজড়িত বিভিন্ন কাহিনীর প্রদর্শনী। দুদিন ব্যাপী এই প্রদর্শণীর এদিন ছিল শেষ দিন শেষ দিনে ছাত্রীদের মধ্যে উৎসাহের খামতি ছিল না।

যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছি না আমাদের ছাত্রীদের।তাই হাতে কলমে তারা যাতে স্বনির্ভর হয়ে ওঠে করতে পারে তার জন্য এই প্রদর্শনী। আমাদের সকল ছাত্রীরা অতি উৎসাহের সঙ্গে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে এবং হাতের কাজ তুলে ধরেছে।


Share

dnews.in