Vidyasagar:নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন মেদিনীপুরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আজ ২৯ শে জুলাই, ভারতবর্ষের নবজাগরণ আন্দোলনের সর্বশ্রেষ্ঠ পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর ১৩৪ তম প্রয়াণ দিবস।এই প্রয়াণ দিবস উদযাপনে বিদ্যাসাগর স্মরণ সমিতি,অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি,ডক্টর সুশীলা মন্ডল পাঠাগার এন্ড সোসাইটি এবং মেদিনীপুর জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে মহামানব বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর স্মরণ সমিতির সভাপতি জ্ঞানেন্দ্রনাথ ভুইয়া,বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক পঞ্চানন প্রধান,মেদিনীপুর জনকল্যাণ ট্রাস্ট এর পক্ষে অমল মাইতি,অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তপন দাস,ডক্টর সুশীলা মন্ডল পাঠাগার এন্ড সোসাইটির পক্ষ থেকে সভাপতি মাননীয় অতীন্দ্রনাথ বেরা,বিশিষ্ট মানবাধিকার কর্মী দীপক বসু,বিদ্যাসাগর স্মরণ সমিতির অফিস সম্পাদক ডাক্তার প্রানতোষ মাইতি,শিক্ষক দেবব্রত দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশান্ত কুমার সাহু,অজিত দাস,শহীদ প্রসস্তি সমিতির পক্ষে অমল মল্লিক,স্বপন পাত্র,দিলীপ দাস,মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষে ডাক্তার সমীর মান্না,প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষে অরুণ ভট্টাচার্য,মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির পক্ষে অক্ষয় কুমার খান,স্বাস্থ্য আন্দোলনের নেত্রী রেখা সাহু,মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষে ছবি প্রধান সহ আরো অনেকে।মাল্য ধানের পরে অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন।কিশোর শিল্পী সৌভিক মান্না।তারপরে আজকের দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন জ্ঞানেন্দ্র নাথ ভুঁইয়া মহাশয়।

এই বিদ্যাসাগর স্মরণ সমিতি আয়োজিত অষ্টম শ্রেণির দুঃস্থ ,মেধাবী ছাত্রদের গত শিক্ষা বর্ষের বৃত্তি পরীক্ষার হয়েছিল তার কেন্দ্রীয় অনুষ্ঠান আগামী ১৮ই আগস্ট মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হল অনুষ্ঠিত হবে।এই মহতী অনুষ্ঠানে অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।এই অনুষ্ঠান বিশিষ্ট অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন।১৮ ই আগস্ট এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in