মায়াপুরের ইসকন মন্দির দেখতে চান,চলে আসুন হাতে কিন্তু সময় নেই!কোনখানে যাবেন জানেন

Share

নিজস্ব প্রতিনিধি,গোয়ালতোড় :

এই পূজোর সময় এবং পুজো সময় বাদেও মায়াপুরের ইসকন মন্দির কে না যেতে ভালবাসে।সেই মায়াপুর ইসকন মন্দির দেখতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থীরা।শুধু জেলার নয় জেলার বাদেও বহু রাজ্যের মানুষ এখানে আসেন, আসে বিদেশি পর্যটকেরা।পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ভাতৃ সংঘ ক্লাবের পূজো এ বছর ১৮ বছরে পদার্পণ করলো

এবার এই পূজোর থিম মায়াপুরের ইসকন মন্দির।তবে উদ্যোক্তাদের দাবি সবার তো সামর্থ্য হয় না ইসকনের মন্দির দর্শন করার। তাই গ্রামের মানুষদের দর্শন করানোর জন্যই এই উদ্যোগ। এই ইসকন মন্দির নজর কেড়েছে গোটা জেলার মানুষের। ইসকনের মন্দিরের রাধা কৃষ্ণের আদলে এই বারের প্রতিমাও প্রস্তুত করেছি আমরা।


Share

dnews.in