Wheelchair Donation: বিবাহ বার্ষিকীতে হুইল চেয়ার প্রদান করে মানবিক বার্তা দম্পতির!সহযোগিতায় ‘আমারকার ভাষা আমারকার গর্ব’

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

ঝাড়গ্রাম শহরের বাসিন্দা প্রাক্তন ব্যাংক কর্মী সুনীল বরণ খুঁটিয়া ও সমাজকর্মী শাশ্বতী খুঁটিয়ার বিবাহ বার্ষিকী ছিল বুধবার।চেনা ছকের বাইরে গিয়ে একটু অন্যভাবে দিনটি পালন করলেন খুঁটিয়া দম্পতি।বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রের হাতে হুইল চেয়ার তুলে দিলেন খুঁটিয়া দম্পতি।এই কাজে তাঁদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’।

এই গ্রুপের সদস্য প্রসেনজিৎ পৈড়া সূত্রে,গ্রুপের পরিচালক মন্ডলীর অন্যতম সদস্য বিশ্বজিৎ পাল মারফৎ খুঁটিয়া দম্পতির কাছে কয়েক দিন আগে খবর পৌঁছায় গোপীবল্লভপুর-২ নং ব্লকের জ্যোতিগোবরা গ্রামের বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র প্রদীপ দে’র একটি হুইল চেয়ার প্রয়োজন।প্রয়োজনের কথা শুনে হুইল চেয়ার প্রদানে তৎক্ষণাৎ রাজি হয়ে যান খুঁটিয়া দম্পতি।সেইমতো বুধবার তাঁদের বিবাহ বার্ষিকীর দিন হুইল চেয়ার তুলে দেওয়া হলো বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র প্রদীপদে’র হাতে।এদিনের এই ঘরোয়া কর্মসূচিতে খুঁটিয়া দম্পতি সহ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সমীর দন্ডপাট,প্রসেনজিৎ পৈড়া,উত্তম কুইলা,শুভব্রত পালোই, দেবব্রত বাগ সহ অন্যান্যরা।


Share

dnews.in