নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গত ৯ জানুয়ারি থেকে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনের শুরু হয়েছে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওমেনস ফুটবল প্রতিযোগিতা। যার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন ঘটেছে গত ৮ই জানুয়ারি।যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল দেশের বিভিন্ন রাজ্যের মোট ১৬ টি মহিলা ফুটবল দল।এই খেলাগুলি হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে এবং মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে।এরই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই দিন ছিল ফাইনাল খেলা।সর্বশেষ এই ফাইনাল খেলায় হরিয়ানার Guru jambheshwar University of Science (J.U.S.T) ২-০ গোলে পরাজিত করে অমৃতসরের Guru Nanak Dev ইউনিভার্সিটিকে।গুরু J.U.S.T হরিয়ানার তরফ থেকে একটি গোল করে অঞ্জু বিষ্ণই এবং নিকিতা বিষ্ণই। গত কয়েকদিন ধরেই এই খেলাকে নিয়ে তুমুল উত্তেজনা ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অরবিন্দ স্টেডিয়ামে।এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত হরিয়ানার কাছে পরাজিত হয় অমৃতসর ইউনিভার্সিটি।এই খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা ছাড়াও উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিশিষ্ট মানুষজন,উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট আধিকারিকরাও।এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলার বিশিষ্ট মানুষ সহ বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সুশান্ত কুমার চক্রবর্তী।
ট্রফি দেওয়ার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুশান্ত কুমার চক্রবর্তী বলেন দ্রুত শিক্ষায় যাতে মহিলাদের এগিয়ে আনা যায় এবং সেই সঙ্গে খেলার জগতে তাদের আরো মান বাড়াতে এই ধরনের উদ্যোগ।এই খেলা অন্য রাজ্যে হতো এবারে আমাদের জেলায় এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হয়েছে।আমরা চায় আগামী দিনে আরো মহিলাদের খেলা হোক এই ধরনের।তবে এই দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দল হেরে যাওয়ায় কিছুটা হলেও দুঃখ প্রকাশ করেছেন ভাইস চ্যান্সেলর। বললেন খেলায় তো হারজিত রয়েছে।
যদিও এই সবকটি খেলায় প্রবল প্রতিদ্বন্দ্বী ঘটে এবং উৎসাহ দেয় আসনে বসা দর্শকরা। অন্যদিকে এই খেলার সঙ্গে ফুড ফেস্টিভ্যাল সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি।