নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
রবিবার ছিল বিশ্ব ক্যান্সার দিবস।আর এই বিশেষ দিনে মানুষের মধ্যে সচেতনতার প্রচার করল সৌরদীপ ফাউন্ডেশন।প্রসঙ্গত সদ্য প্রয়াত হয়েছে তরুণ তরতাজা প্রাণ সৌরদীপ চৌধুরীর আর ছেলের অকাল মৃত্যুতে তার বাবা সুদীপ চৌধুরী রাতারাতি গড়ে ফেলেছেন সৌরদীপ ফাউন্ডেশনের।
মূলত দুস্থ মানুষের পাশে থাকা সেসঙ্গে সমাজকে নতুন ধরনের সচেতনতামূলক বার্তা দিয়ে সচেতন করার লক্ষ্যেই এই সৌরদীপ ফাউন্ডেশনের।এদিন শহরের পঞ্চুর চকে এক পথ সভায় করে রীতিমতো প্রচার করা হলো “ক্যান্সার রোগ ও তার প্রতিকার”।প্রথমে এদিন মৃত সৌরদীপ চৌধুরীর ছবিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।এরপর ক্যান্সার কিভাবে হয় এবং তার থেকে বাঁচার উপায় বা কি!বা কিভাবে প্রতিকার করা যায় তা নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা।এই সভায় বক্তব্য রাখেন ক্যান্সার জয়ী সমাজ কর্মী দীপক বসু,ডাক্তার বিমল গুড়িয়া,তড়িৎ বরন অধিকারী ও আয়োজক হোমিওপ্যাথিক ডাক্তার সুদীপ চৌধুরী।এরই সঙ্গে বক্তব্য রাখেন জুনিয়র ডাক্তার বাবুরাও।
মূলত বক্তারা এদিন উল্লেখ করেন এখনকার দিনে ক্যান্সারেরও answer রয়েছে।যদি সচেতন হয়ে সঠিক সময়ে চিকিৎসককে দেখানো যায় তাহলে অবশ্যই এর থেকে বাঁচা যায়।এরই সঙ্গে বক্তারা এদিন বায়ু দূষনের সঙ্গে বিভিন্ন ফাস্টফুডের থেকে ক্যান্সার হওয়া এবং তামাক গুটখা,খৈনিজাত দ্রব্য থেকে এড়ানোর পরামর্শ দেন।পরামর্শ দেন ধূমপান না করার এবং অ্যালকোহল সেবনের।