নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
রবিবার ছিল বিশেষ ক্ষমতা সম্পূর্ণ মানুষদের জন্য স্পেশাল দিন,যা বিশ্ব প্রতিবন্ধী দিবস নামেই পরিচিত।এইদিন মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড সোসাইটি তরফ থেকে এই দিবস উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। সোসাইটির পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের হাতে ট্রাই সাইকেল এবং হুইলচেয়ার তুলে দেন বিশেষ অতিথিবৃন্দ। কবিতা,গান আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনেরা। সোসাইটির তরফ থেকে আলোক কুমার ঘোষ শুভেচ্ছা জানান সবাইকে।
রবিবার ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস।মূলত সমাজে বাস করা সেসব বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষদের স্পেশাল দিন ছিল এই দিন।মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই প্রতিবন্ধী দিবস পালন করা হয় উৎসাহ উদ্দীপনার সাথে। এদিন সকালবেলায় প্রতিবন্ধী শিশুদের সঙ্গে বিশেষ অতিথিদের একটি বর্ণাঢ্য র্যালি করেন।এরপর সেই র্যালি শেষে তারা অফিস চত্বরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এই বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্ন ছেলেমেয়েরা।এছাড়াও এদিন এই সংস্থার তরফ থেকে ২ জন কে ট্রাই সাইকেল দেওয়া হয় আর ৭ জন প্রতিবন্ধী মানুষের হাতে হুইল চেয়ার বিনামূল্যে তুলে দেওয়া হয়।অনেককে সাহায্য সহযোগিতার পাশাপাশি নাচ গান আবৃতি ও এক সঙ্গে কোরাস গানে অংশ নেন প্রতিবন্ধী স্কুলের ছেলেমেয়ে সহ তার অভিভাবকেরা।
উল্লেখ্য গত ২০০২ সাল থেকে এই সংস্থা এ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করে আসছে।এই সোসাইটিতে বর্তমানে ৫০ জনের মতন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়ে থেরাপি,অনুশীলন,ট্রিটমেন্ট করতে আসেন। যদি ওই সংস্থাকে বিভিন্ন সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা বিভিন্নভাবে সাহায্য করে দিয়ে যান।বিশ্ব প্রতিবন্ধী দিবসের বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,কোতয়ালী থানার পুলিশ আধিকারিক আতিবুর রহমান,এরই সঙ্গে সোসাইটির সম্পাদক অসিত মহাপাত্র,আলোক কুমার ঘোষ এবং প্রতিবন্ধী ছেলেমেয়েরা ও তার অভিভাবকেরা।
এই দিন সোসাইটি সম্পাদক আলোক কুমার ঘোষ বলেন ২০০২ সাল থেকে আমাদের এই সোসাইটির পথচলা। প্রায় ২১ বছরে ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি। এবারের অনুষ্ঠানেও আমরা ট্রাই সাইকেল,হুইলচেয়ার দিয়েছি বিশেষ ক্ষমতা সম্পন্ন এই ছেলেমেয়েদের।এরই সঙ্গে আমাদের বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন বিশেষ অতিথি বৃন্দ এবং এই ছোট ছোট ভাই বোনেরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে।