ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মায়ের !ক্ষোভে সেই ডাক্তারের ফ্লেক্স ছিঁড়ে ফেললেন মেয়ে!কোথায়

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

ফের ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ এক রোগীর পরিবারের। সম্প্রতি কয়েকদিন আগে ধলহারার এক পরিবারের মায়ের মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছিলেন তার মেয়ে।

তার অভিযোগ ছিল মেদিনীপুরের বিশিষ্ট চিকিৎসক কাঞ্চন ধাড়ার বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন তার মায়ের ভুল ট্রিটমেন্ট করার জন্য মৃত্যু হয়েছে এবং যার জন্য দায়ী ওই চিকিৎসক।সেই ঘটনায় তিনি বিভিন্ন জায়গায় অভিযোগও জানিয়েছেন। এই দিন মেদিনীপুরে এসে তিনি এই ডাক্তারের রাস্তায় লাগানো ফ্লেক্সের গেট রাগে ক্ষোভে ছিঁড়ে ফেলেন।তিনি চিৎকার করে বলতে থাকেন এই ডাক্তারের জন্য তার মায়ের মৃত্যু ঘটেছে। এই ডাক্তার আরো লোকের ক্ষতি করবে।


Share

dnews.in