Yubo Gosthi:2 মিনিটে কেদার,বদ্রি,গঙ্গোত্রী ও যমুনেত্রী যাত্রা করুন!উত্তরাখন্ড নয় গড়বেতা তেই চারধাম যাত্রা যুব গোষ্ঠির

Share

নিজস্ব প্রতিনিধি,ধাধিকা:

ভারতবাসী সেই সঙ্গে হিন্দুদের এক অন্যতম তীর্থক্ষেত্র হলো চারধাম যাত্রা।মূলত সকলেই নির্দিষ্ট বয়সে এবং শেষ বয়সেও চান একবার হলেও কেদারনাথ,বদ্রিনাথ গঙ্গোত্রী এবং যমুনেত্রী তীর্থ ক্ষেত্রে যাত্রা করতে।তাই সবাই একবার হলেও চাই কেদার সহ চারধাম যাত্রা।

এক সঙ্গে চারধাম

কিন্তু পাহাড়ের রাস্তা এত বিপদসংকুল সেইসঙ্গে ভয়ংকর সেই যাত্রা করে উঠতে পারে না বহু মানুষ।বহুবার চেষ্টা করে বিফলে যায় তাদের চেষ্টা।তবে সেই সমস্যা সমাধানে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা শেষ প্রান্ত গড়বেতার ধাদিকা যুব গোষ্ঠী ক্লাব।তারা তাদের ১৫ তম বর্ষে চারধাম যাত্রা থিম আয়োজন করলেন।তাতে যেমন কেদারনাথ যাত্রা,বদ্রীনাথ যাত্রা রয়েছে তেমনি রয়েছে গঙ্গোত্রী ও যমুনেত্রী যাত্রা।রীতিমত দর্শনার্থীরা সিঁড়ির মাধ্যমে চারটে যাত্রায় একসাথে করে নিচের দেবী দুর্গার প্রতিমা দর্শন করেন নেমে যেতে পারবেন। অন্তত মনের শান্তি ঘটবে প্রত্যেকের মনে।এই আশা নিয়ে এই বছরের থিম।এই থিমের জন্য বাজেট রাখা আছে প্রায় ৩৫ লক্ষ টাকা।ইতিমধ্যে মন্ডপে দরজা খুলে দেওয়া হয়েছে সকলের জন্য এবং দর্শনার্থীরা ভিড়ে জমাচ্ছেন এই মণ্ডপে।দিনের পাশাপাশি রাত্রিতেও চলছে দর্শনার্থীদের ভিড়।তবে আবহাওয়ার খামখেয়ালীপনায় কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে এই মণ্ডপ কর্তাদের।

এই বিষয়ে ক্লাব কর্তারা বলেন,”হিন্দুদের এক বিশেষ ক্ষেত্র হলো এই চার ধাম যাত্রা কিন্তু সকলে পেরে উঠতে পারে না।তাই আমরা তাদের কথা তাদের কথা ভেবেই এই ধরনের থিম করেছি।আমরা চাই অন্তত একবার হলেও তারা আসুক আমাদের এই মন্ডপে।তাছাড়া এই জেলার প্রান্তে প্রচুর গ্রাম্য মানুষ বসবাস করেন তারা যাতে তার সঠিক দর্শন করতে পারেন তার জন্যই আমাদের এই আয়োজন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in