
মেদিনীপুর 13 ই ডিসেম্বর:
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হলো জেলার খড়গপুর,দাঁতন,গড়বেতা এবং ঘাটাল আদালত প্রাঙ্গনে। সারাদিন ধরে জেলায় মোট ২২ টি বেঞ্চ বসে মোট ১৩,২০০ টি কেস এর বিচার করে ৪৩৭০ টি কেস এর নিষ্পত্তি হয়েছে। এই মামলা মোকদ্দমার নিষ্পত্তির দরুন মোট ১০ কোটি নিরানববই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয় শত তিরাশি টাকা (১০৯৯৩৫৬৮৩) আদায় হয়েছে। যা এই বছরের রেকর্ড আদায়।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ফের লোক আদালত বসলো জেলায়। আর এই লোক আদালতে আদায় হল প্রায় ১১ কোটি টাকা যা জেলার সাফল্য বলে মনে করছে বিচারকরা। প্রসঙ্গত উল্লেখ্য গরিব এবং দুঃস্থ মানুষ এছাড়াও যারা দীর্ঘদিন মামলা মোকদ্দমায় তিতি বিরক্ত সেইসব মামলায় উভয়পক্ষ আবেদন করলেই লোক আদালত বসছে জেলায়।পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ঘাটালে এবং মেদিনীপুর এই তিন জায়গায় প্রতিনিয়ত দিনক্ষণ দেখে সেই মামলার নিষ্পত্তি করছে লোক আদালতের বিচারকরা। এই দিন মেদিনীপুর, খড়গপুর,দাঁতন,গড়বেতা এবং ঘাটাল আদালত প্রাঙ্গনে ২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এই লোক আদালতে সমস্ত পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২২ টি বেঞ্চ বসেছিল।এই লোক আদালত গুলিতে ব্যাংক লোন,মোটর এক্সিডেন্ট,জমিজমা,রেল কেস, ট্রাফিক কেস ইত্যাদি বিভিন্ন ধরনের কেস এসেছিল।

এর মধ্যে মোট ১৩,২০০ টি কেস এর বিচার হয়েছিল।যার মধ্যে ৪৩৭০ টি কেস এর নিষ্পত্তি হয়েছে ও মোট ১০ কোটি নিরানববই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয় শত তিরাশি টাকা (১০৯৯৩৫৬৮৩) আদায় হয়েছে। যা এই যাবত কালে রেকর্ড বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই দিন এই সকল লোক আদালতে মামলা মোকদ্দমায় তিতিবিরক্ত মানুষজন এসে তাদের চলা দীর্ঘ।মামলা নিষ্পত্তি হওয়ায় স্বভাবত খুশির হাওয়া তাদের মধ্যে।