Khadi Mela:সাড়ে 3 কোটির লক্ষ্য মাত্রা নিয়ে মেদিনীপুরে শুরু খাদি মেলা!অংশ নিচ্ছে কুড়িটি জেলার স্টল

Share

মেদিনীপুর 12 ই জানুয়ারি:

বিপণনের মধ্যে দিয়ে ক্ষুদ্র শিল্পীদের স্বনির্ভর করতে মেদিনীপুরে শুরু হলো খাদি মেলা 2025-26।প্রতিমন্ত্রী শিউলি সাহার হাত ধরে এই মেলার উদ্বোধন হয়।এবারে সাড়ে 3 কোটি টাকার ব্যবসার টার্গেট নেওয়া হয়েছে।এই মেলায় 130 শিল্পী 105 টি স্টল দিয়েছেন এই মেলায়।খাদির পোশাক কিনলেন মন্ত্রী খোদ নিজেই।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বার্জ টাউন দুর্গা পূজার মাঠে শুরু হল 2025-26 এর খাদি মেলা।এই মেলার উদ্যোক্তা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।মূলত এদিন মন্ত্রী শিউলি সাহা,বিধায়ক সুজয় হাজরা সহ বিশিষ্ট জনের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন ঘটে।যদিও তার আগে এদিন স্বামী বিবেকানন্দ সেই সঙ্গে গান্ধীজি এবং জেলার প্রয়াত শহীদ মনীষীদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্ট অতিথিরা।পর্ষদ সূত্র অনুযায়ী,পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি,হাওড়া,হুগলী,বাঁকুড়া,পুরুলিয়া সহ প্রায় কুড়িটি জেলার শতাধিক ব্যবসায়ীরা এখানে স্টল দিয়েছেন।সম্পূর্ণ খাদির জিনিসপত্র এখানে যেমন বিক্রি হচ্ছে সেই সঙ্গে থাকছে হাতের তৈরি বিভিন্ন ধরনের গহনা,জামাকাপড় বিভিন্ন কাঠের বেত,চেয়ার টেবিল সহ নানান ধরনের ঘর সাজানোর জিনিস।

তৃতীয় বছরে পদার্পণ এই মেলার এবারের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সাড়ে তিন কোটি টাকা।সূত্র অনুযায়ী গত বারে মোট 12 দিনে 2 কোটি 56 লক্ষ টাকার ব্যবসা হয়েছিল।সেই লক্ষ্যমাত্রা পূরণের পর এবারে সাড়ে তিন কোটি কোটি টাকার লক্ষ্য মাত্রা নিয়ে এই মেলার উদ্বোধন হলো।এই দিন এই মেলা উপলক্ষে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শিউলি সাহা,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রাণী মাইতি,বিধায়ক সুজয় হাজরা, মমতা ভুঁইয়া,অতিরিক্ত জেলাশাসক সৌরভ পান্ডে,নির্মল ঘোষ কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী,গোলক মাঝি সহ বিশিষ্টজনেরা।এদিন মেলা উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন মন্ত্রি শিউলি সাহা সেই সঙ্গে তিনি স্টল থেকে কিনলেন কুর্তি এবং খাদির জিনিসপত্র।তার সঙ্গ দেন বিধায়িকা মমতা ভুঁইয়া।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আধিকারিক প্রদীপ চৌধুরী বলেন,”এই মেলা এ বছর তৃতীয় বছরে পদার্পণ করল।এই মেলায় পশ্চিম মেদিনীপুর,হাওড়া, হুগলি,জলপাইগুড়ি সহ প্রায় কুড়িটি জেলার 105 টি স্টলে বসেছে 130 জন শিল্পী।তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা লোন নিয়ে এই মেলায় তারা স্টল দিয়েছে।পাশাপাশি তিনি এও বলেন গত বারে আমাদের দু কোটি 56 লক্ষ টাকার ব্যবসা করেছিলাম, এবারে আমাদের সেটা বাড়িয়ে সাড়ে তিন কোটি টাকার টার্গেট করা হয়েছে।

আমাদের উদ্দেশ্যই হলো বিপণনের মধ্যে শিল্পীদের স্বনির্ভর করে তোলা।আমরা খুবই আশাবাদী আমাদের মেলা সাফল্য অর্জন করবে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in