Congress Meet: VBGRAMG নয় আমাদের MGNREGA নাম-ই চাই!নামের জন্য টানা আন্দোলনের ডাক কংগ্রেসের

Share

মেদিনীপুর 22 শে জানুয়ারি:

মহাত্মা গান্ধী নাম অনুকরণে মনরেগা(MGNREGA) নাম বাদ দিয়ে বিজেপি সরকার রাতারাতি নাম করণ করেছে (VBGRAMG) অর্থাৎ RAM অভিযোগ তুলে এবার সাংবাদিক বৈঠক কংগ্রেসের।নব্য জেলা সভাপতি দেবাশীষ ঘোষ বলেন টানা ফেব্রুয়ারি মাস ধরে আমাদের আন্দোলন চলবে আমাদের ঐতিহ্যবাহী নাম ফিরিয়ে আনার জন্য। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়,আইনজীবী তীর্থঙ্কর ভকত, কো-অর্ডিনেটর অনিল শিকারিয়া,মিডিয়া ডিপার্টমেন্ট থেকে দিলীপ মৃধা,অরূপ মুখার্জি সহ অন্যান্য কংগ্রেস ছাত্র যুব নেতা ও নেতৃত্ববৃন্দ।

রাতারাতি মনরেগার নাম পরিবর্তন করে বিজেপি সরকার নাম দেওয়া হয়েছে Ram অর্থাৎ VBGRAMG বা বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন যার ফলে ক্ষুব্ধ হল কংগ্রেস। তারা একমাস ধরে আন্দোলনের ডাক দিল জেলা জুড়ে। মূলত কংগ্রেসের মতে কেন্দ্রীয় কংগ্রেস সরকার ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে ২০০৫ সালে আইন ও ২০০৬ সালে সমগ্র দেশে আইনি অধিকার সহ বছরে ১০০ দিন কর্ম সুনিশ্চিত প্রকল্প মনরেগা (MGNREGA)চালু হয়। সাম্প্রতিক অতীতে কোভিডের সময় লকডাউনের সুফল ও প্রয়োজনীয়তা মারাত্মক এর লক্ষ্য করা যায়,এরই সঙ্গে এ মনরেগার জন্য দেশব্যাপী জলসংরক্ষণ, বন সৃজন গ্রামীণ রাস্তা নির্মাণ বিশ্বব্যাপী প্রশংসিত হয়।কিন্তু তাদের অভিযোগ দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেই মোদি সরকার এই মনরেগা প্রকল্প সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে কেন্দ্রে মোদি সরকার সাধারণ মানের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন (VBGRAMG) চালু করেছে।

এর ফলে কংগ্রেসের অভিযোগ এই কাজের আইনি গ্যারান্টি থাকবে না,মোদি সরকারের মনোনীত গ্রামেই কাজ হবে।তাছাড়া ফসল কাটার সময় কাজ হবে না পাশাপাশি তারা এও অভিযোগ করেন মোদি সরকার নিজের পছন্দ,মর্জি মতো মজুরি নির্ধারণ করবে এবং সেই সঙ্গে পছন্দ মতো ঠিকাদারকে দিয়েই ইচ্ছেমতো কাজ করাতে পারবে। তারা বিস্তর খতিয়ে দেখে এও অভিযোগ করেছেন যে কেন্দ্র এই প্রকল্পে ৬০% কেন্দ্র ও ৪০% টাকা রাজ্য কে দেওয়ার কথা বলা আছে এর ফলে আর্থিক দুর্বলতার জন্য কোন রাজ্যই সরকারই উৎসাহিত হবে না এই মনরেগার কাজ করাতে অর্থাৎ কাজ হবেই না। এইসব অভাব অভিযোগ নিয়ে সেই সঙ্গে আইনি অধিকারসহ ১০০ দিনের কর্ম সুনিশ্চিত প্রকল্প গান্ধীজীর নামাঙ্কিত মনরেগা কে নিজের নামে ফিরিয়ে আনার দাবিতে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত টানা আন্দোলনের ডাক দিয়েছে তারা।

ফেব্রুয়ারি মাসে দুই থেকে ছয় তারিখ পর্যন্ত সমস্ত অঞ্চল ও ব্লকে ডেপুটেশন, নয় থেকে ১৩ তারিখ সমস্ত মহকুমা শাসকের কাছে ডেপুটেশন।এরপর ১৬ই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত জেলাশাসক ও সভাধিপতীকে ডেপুটেশন দেওয়া হবে।এই দিন এই বিষয়ে যাবতীয় তথ্য তুলে দেন কংগ্রেসের নব্য নির্বাচিত জেলা সভাপতি দেবাশীষ ঘোষ। তিনি বলেন কেন্দ্রে থাকা বিজেপি সরকার সমস্ত বিষয়েই নামকরণ করছেন। পুরানো নামে থাকা সমস্ত জিনিসই বদলে দিয়ে নতুন নামকরণ করছে রাম দিয়ে।এরকমই গান্ধীজি নাবাঙ্কিত মনরেগার নাম তারা রাতারাতি পরিবর্তন করে দিয়ে ১০০ দিনের কাজকে নষ্ট করতে চাইছে। সেই জন্যই টানা ফেব্রুয়ারি মাসে আমাদের আন্দোলনে ডাক দেওয়া হয়েছে।আমরা চাই আমাদের পুরনো নাম ফিরিয়ে দিক কেন্দ্র সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেসের অভিযোগ সরকারি আইনি স্বীকৃত ১০০ দিনের কাজকে নিয়েও রাজনীতি করছে বিজেপি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in